আন্তর্জাতিক

এলজিবিটির বিরুদ্ধে বড় সিদ্ধান্ত নিল রুশ প্রশাসন

Supreme Court of Russia

The Truth of Bengal: রূপান্তরকামীদের নিষিদ্ধ ঘোষণা করল রাশিয়ার সুপ্রিম কোর্ট। এলজিবিটি আন্দোলনকারীদের চরমপন্থি বলে উল্লেখ করেছে সেদেশের শীর্ষ আদালত। স্বাভাবিক সম্পর্কের বাইরে কোনও অস্বাভাবিক যৌন সম্পর্ক গড়ে ওঠার ঘটনার বিরোধী রাশিয়ার বড় অংশের মানুষ। তাই এবিষয়ে আদালতের দ্বারস্থ হয় রাশিয়ার বিচার মন্ত্রক। বিচার মন্ত্রকের অনুরধেই এই সিদ্ধান্ত আদালতের। এই সিদ্ধান্তের ফলে বহু সমকামী ও ট্রান্সজেন্ডার গ্রেফতার ও রোষের মুখে পড়তে পারে বলে আশঙ্কা।

সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছে রুশ ভ্লাদিমির পুতিন। আদালতের এই সিদ্ধান্তের আগেই ক্রেমলিনের প্রধান দিমিত্রি পেসকভ কে এই বিষয়ে জিজ্ঞেসা করা হলে তিনি জানিয়েছিলেন এই বিষয়ে ক্রেমলিনের কোন মাথা বেথা নেই। তাই এই বিষয়ে তিনি মুখ খুলতে নারাজ। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদের প্রধান ভলকার তুর্ক সমকামী ও ট্রান্সজেন্ডার দের প্রতি অনুপযুক্ত বিধিনিষেধ ও আইনের বিরিদ্ধে আন্দোলনের ডাক দিয়েছেন। যদিও এই সমস্ত কর্মসূচি কত টা সফল হবে তা নিয়ে সংশয় রয়েছে।

প্রসঙ্গত, গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক এলজিবিটি সামাজিক আন্দোলনের বিরুদ্ধে আদালতে অনুরোধ করেছিলেন রাশিয়ার বিচার মন্ত্রক। প্রাথমিক অনুমান, রাশিয়ার অধিকাংশ পুরুষই যুদ্ধ এড়াতে বেছে নিচ্ছে লিঙ্গ পরিবর্তনের সিদ্ধান্ত। সেই কারণে পুতিন সরকার দেশের এলজিবিটির বিরুদ্ধে এই কড়া ব্যবস্থার পক্ষে বলে আভাস দিয়েছে। প্রশাসনও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। কিন্তু অন্যদিকে অনেকেই মনে করছেন এই বড় পদক্ষেপের পিছনে পুতিনের অন্য কৌশল রয়েছে।

Related Articles