ফ্রান্সে প্রথম দফার নির্বাচনে এগিয়ে দক্ষিণপন্থীরা ?
The right-wing is leading in the first round of elections in France

The Truth of Bengal: ফ্রান্সে শুরু হয়েছে জাতীয় নির্বাচন। আর এবার সেই প্রথম দফার নির্বাচনে এগিয়ে অতি দক্ষিণপন্থীরা ? হ্যাঁ ঠিকই শুনছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, অতি দক্ষিণপন্থীরা তিন ভাগের এক ভাগ ভোট পেয়েছে। দ্বিতীয় স্থানে বামপন্থীদের জোট নিউ পপুলার ফ্রন্ট কোয়ালিশন। তিন নম্বরে প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁর মধ্যপন্থী জোট। অপরদিকে, রবিবার ফ্রান্সে প্রথম দফার ভোট গ্রহণ হয়েছে।
ভোটদানের হার ছিল ৬৮%। মারিন ল্য পেনের অতি দক্ষিণপন্থী ন্যাশনাল র্যালি ও তাদের জোটসঙ্গী দ্য রিপাবলিকান পার্টি পেয়েছে প্রায় ৩৩% ভোট। বামপন্থী জোটের ঝুলিতে গিয়েছে ২৮ শতাংশের মতো ভোট। আর মাকরঁ দল ভোট পেয়েছে ২০ শতাংশের কাছাকাছি। যে সমস্ত প্রার্থী ৫০ শতাংশ বা তার বেশি ভোট পেয়েছেন, সরাসরি নির্বাচিত হয়েছেন তাঁরা। বাকি আসনগুলিতে বেশি ভোট পাওয়া দু’তিন জন প্রার্থীর মধ্যে ৭ জুলাই ফের নির্বাচনী লড়াই হবে।
ন্যাশনাল র্যালির তাতেও এগিয়ে থাকার সম্ভাবনা। তবে ৫৭৭ আসনের মধ্যে ২৮৯টিতে জিতে তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে কি না, তা নিয়েই চলছে চর্চা। আর এই অবস্থায় দাঁড়িয়ে অতি দক্ষিণপন্থীদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আটকাতে মরিয়া বিরোধীরা। বামপন্থী জোট জানিয়েছে, যে সমস্ত আসনে তাদের প্রার্থীরা তৃতীয় স্থানে রয়েছেন, সেখানে তারা লড়াই থেকে সরে দাঁড়াবে। কয়েকটি আসনে একই ভাবে প্রার্থী প্রত্যাহারের কথা বলেছেন মাকরঁরাও। তার পরেও যদি ন্যাশনাল র্যালি জেতে, মাকরঁ তাদের থেকে প্রধানমন্ত্রী নিয়োগ করতে বাধ্য হবেন।