আন্তর্জাতিক

বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের নয়া নির্দেশ, ব্যাঙ্ক থেকে একলপ্তে ১ লাখের অধিক নগদ টাকা তোলা যাবে না!

The new directive of the Central Bank of Bangladesh, no more than 1 lakh cash can be withdrawn from the bank at once!

The Truth Of Bengal: বাংলাদেশে অন্তর্বর্তী নয়া সরকার গঠনের তোড়জোড় বহু আগে শুরু হয়ে গিয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের পছন্দ অনুযায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে বেছে নিয়েছেন নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসকে। তিনি বৃহস্পতিবার শপথগ্রহণ করতে চলেছেন। কিন্তু তার আগে বাংলাদেশ ব্যাঙ্ক টাকা তোলার ক্ষেত্রে ঊর্ধ্বসীমা বসিয়ে দিয়েছে। ওপার বাংলার এক সংবাদমাধ্যম প্রকাশ করেছে, বুধবার রাতে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক এক নয়া নির্দেশিকা জারি করেছে, আর সেখানে বলা হয়েছে যে নগদে এক লাখ টাকার বেশি টাকা একসাথে ব্যাঙ্ক থেকে তোলা যাবে না। তবে আপাতত এই নিয়ম শুধু বৃহস্পতিবারের জন্য।

শুধুমাত্র নগদ টাকা তোলার সময় এই কড়াকড়ি। অনলাইনে বা এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা লেনদেনের সময় এমন কোনও নিয়ম নেই। বুধবার রাতে জরুরি বার্তায় এই সংবাদ জানিয়েছে বাংলাদেশ ব্যাঙ্ক। তবে  এর কোনো স্পষ্ট কারণ ব্যাঙ্ক তরফ থেকে জানানো হয়নি। তবে কেন্দ্রীয় ব্যাঙ্কের এক আধিকারিকের কথা বলে বাংলাদেশের এক সংবাদপত্র জানিয়েছে, নয়া অন্তর্বর্তী সরকার গঠনকালে কোন মানুষ যাতে নগদ টাকা সংক্রান্ত বিষয়ে কোনও প্রকার অস্থিতিশীল পরিবেশ না সৃষ্টি করে তাই এই সিধান্ত।

বিডির এক সংবাদপত্রের প্রতিবেদনে প্রকাশ হয়েছে, হাসিনা সরকারের পতন ঘটার পর পরই ওপার বাংলার ব্যাঙ্কগুলিতে নগদ টাকা তোলার চাপ ক্রমশ বেড়েছে। শোনা গিয়েছে এই নগদ টাকা তোলার এত বেশি চাপ আওয়ামী লীগের রাজনীতিবিদ সহ এই দলের সাথে জড়িত বহু মানুষ ও ব্যবসায়ী পরিবারগুলি থেকেই আসছে।

Related Articles