আন্তর্জাতিক

সম্পূর্ণ সংরক্ষণ প্রত্যাহার না করা পর্যন্ত চলবে আন্দোলন! দাবি বাংলাদেশের ছাত্রলীগের

The movement will continue until the complete reservation is withdrawn

The Truth of Bengal: ক্রমাগত আন্দোলনে বর্তমানে কিছুটা পিছু হঠেছে বাংলাদেশ সরকার। সম্প্রতি কোটা সংরক্ষণ বিষয়ে ওপার বাংলার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ৩০% থেকে কমিয়ে ৫% করা হয়েছে। কিন্তু তাতে থামানো যায়নি আন্দোলন। আন্দোলনকারীদের সম্পূর্ণ দাবি পূরণ না করা পর্যন্ত বাংলাদেশের পড়ুয়াদের আন্দোলন থামবে না, এমনটাই জানা গিয়েছে। পড়ুয়াদের দাবি, আন্দোলনে যাঁদের গ্রেপ্তার করে জেলে বন্দী করা হয়েছে অবিলম্বে তাদেরকে কোনো শর্ত ছাড়াই রেহাই করতে হবে।

২০১৮-তে হাইকোর্ট মুক্তিযোদ্ধাদের সংরক্ষণ বাতিলের সরকারি সিদ্ধান্তকে অবৈধ বলেছিল। সেই রায়‌ই আংশিকভাবে খারিজ করলো সুপ্রিম কোর্ট। মুক্তিযোদ্ধাদের সংরক্ষণকে ৩০ থেকে ৫%-এ আনা হয়েছে, এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য ২% বরাদ্দ রয়েছে। বাকি ৯৩% বরাদ্দ হবে মেধার ভিত্তিতে। কিন্তু এই রায়ে অসন্তুষ্ট আন্দোলনকারীরা। রায়ের পর সরকারের তরফে পড়ুয়াদের প্রতিবাদে বন্ধ করে ক্লাসে ফিরতে বলা হয়।

কিন্তু জানা গিয়েছে, এই রায়ে মোটেই তাঁরা খুশি নন। তাঁদের দাবি, কোটা সম্পূর্ণ তুলে দিতে হবে, শুধু তাই নয় তার সাথে আন্দোলনের জেরে যাঁদেরকে গ্রেপ্তার করা হয়েছে, কোন শর্ত ছাড়াই তাঁদেরকে মুক্তি দিতে হবে। আর যেসব পুলিশ আধিকারিকরা তাঁদের দমন পীড়নে জড়িত, তাঁরা পদত্যাগ করতে হবে। কিছু জন এও দাবি করেছেন, শুধু পড়ুয়াদের স্বার্থে রায় দিলেই হবে না, সাথে এ সরকারের ইস্তফা চাই অগত্যা এ প্রতিবাদ থামবে না।

তবে আন্দোলনের জেরে তৈরি হ‌ওয়া পরিস্থিতি নিয়ে চিন্তিত প্রশাসন। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, নিখোঁজ রয়েছে বেশ কিছু পড়ুয়া। বিরোধী বিএনপি গোষ্ঠীর ষড়যন্ত্রে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অপরদিকে পড়ুয়াদের অভিযোগ, আইন অমান্য করে একাধারে গ্ৰেপ্তার করছে পুলিশ, সে কারণে আগে সকলকে ছেড়ে দিতে হবে। আপাতত, আন্দোলন থামছে না বাংলাদেশে। ঠিক কবে পরিস্থিতি স্বাভাবিক হবে? সেই প্রশ্নের উত্তর খুঁজছেন ওপার বাংলার মানুষ সহ গোটা বিশ্ব।

Related Articles