বাংলাদেশের রায়পুরায় শিশু মৃত্যুর ঘটনা চোখে জল আনবে আপনারও
The incident of child death in Raipura, Bangladesh will bring tears to your eyes too

The Truth Of Bengal: রায়পুরে কাঁকন নদে দল বেঁধে স্নান করতে নেমেছিল কয়েকজন। আর তাদের মধ্যেই ছিল পাঁচ বছর বয়সী এক শিশু। আর সেই স্নান করতে নামার ঘটনাই বিপদের সূত্রপাত ঘটায়। নদে তলিয়ে যায় পাঁচ বছরের ওই শিশু। আর এবার ১৬ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে ওই শিশুর নিথর দেহ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরিরা নদে নেমে লাশটিকে উদ্ধার করেন।
সূত্রের খবর অনুযায়ী, মৃত শিশুটির নাম আজহার। পাঁচ বছর বয়সী ওই শিশুর বাড়ি রায়পুরা পৌরসভার তাত্তাকান্দা এলাকাতে। জানা গেছে, বুধবার বেলা তিনটে নাগাদ নদীতে স্নান করতে নামে ওই শিশুটি। ফায়ার সার্ভিস ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বেলা তিনটার দিকে স্থানীয় কয়েক শিশুর সঙ্গে কাঁকন নদের ঘাটে যায় আজহার। সাঁতার না পারার ফলে নদে তলিয়ে যায় সে। আর সেই মুহুর্তে তার সঙ্গে থাকা বাকি শিশুরাও তড়িঘড়ি তাকে খোঁজার জন্য তৎপর হয়, কিন্তু আজহারের খোঁজ মেলেনা।
এরপর, তারা নিহত শিশুর পরিবারকে খবর দেয়। স্থানীয় মানুষজন মধ্যরাত পর্যন্ত খুঁজেও কোনোরকম সন্ধান পায়না ওই শিশুটির। অপরদিকে, বৃহস্পতিবার সকাল সাতটার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ৪০০ মিটার দূরে কচুরিপানার মধ্যে শিশুটির লাশ ভেসে উঠে। খবর পেয়ে রায়পুরা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. ফারুক আহম্মেদ শিশুটির লাশ উদ্ধার করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন- ” খবর পাওয়া মাত্রই গতকাল রাত আটটায় ঘটনাস্থলে গিয়েছিলাম। কিন্তু রাতে উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি। আজ সকালে লাশ ভেসে উঠলে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে।”