অস্ত্রোপচার করতে গিয়ে রোগীকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে
The doctor is accused of beating the patient while performing surgery

The Truth of Bengal: সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রবীণ কৃষক নেতা ও মুক্তিযুদ্ধের সংগঠককে মারধরের প্রতিবাদে ও বিচারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন হয়েছে। শনিবার দুপুরে পৌর শহরের আলফাত স্কয়ারে ‘প্রগতিশীল সংগঠনসমূহ’ ব্যানারে প্রতিবাদ সমাবেশ হয়। এতে বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন অংশ নেন। ভুক্তভোগী ওই ব্যক্তির নাম অমর চাঁদ দাস। তিনি সুনামগঞ্জের দিরাই উপজেলার শ্যামারচর গ্রামের বাসিন্দা।
১৩ মার্চ হার্নিয়ার সমস্যা নিয়ে তিনি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন। ১৬ মার্চ তাঁর অস্ত্রোপচার করা হয়। ১৭ মার্চ রাতে তিনি কর্তব্যরত চিকিৎসকদের মারধরের শিকার হন বলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়াকে লিখিত অভিযোগ দেন। প্রসঙ্গত উল্লেখ্য, আক্রান্ত অমর চাঁদ দাস মুক্তিযুদ্ধের একজন সংগঠক ও সুনামগঞ্জে সর্বজন শ্রদ্ধেয় মানুষ।
দেশ ও মানুষের কল্যাণে তিনি কাজ করছেন ৫০ বছর ধরে। তিনি প্রগতিশীল রাজনৈতিক সংগঠক ও সমাজসেবী হিসেবে তিনি দীর্ঘদিন ধরে মানবসেবা করে আছেন। ওসমানী হাসপাতাল ও কলেজে তিনি তাঁর মরণোত্তর চক্ষু ও দেহ দান করেন। তাঁর প্রতি চরম অমানবিক আচরণ ও শারীরিক নির্যাতনের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান প্রতিবাদ সমাবেসে উপস্থিত বক্তারা। এ বিষয়ে রোববার স্বাস্থ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হবে বলে সমাবেশে জানানো হয়।