স্কটল্যান্ডের নদীতে ভেসে উঠেছে মৃতদেহ, তবে কি সেটা নিখোঁজ ভারতীয় পড়ুয়ার?
The dead body floated in the river in Scotland, but is it the missing Indian student?

Truth Of Bengal : ডিসেম্বর মাসের প্রথম থেকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না ২২ বছর বয়সী এক ভারতীয় পড়ুয়াকে। অবশেষে এতদিনে এসে তাকে খুঁজে পাওয়া গেল স্কটল্যান্ড এর একটি নদীতে। নদীতে ভেসে উঠেছে তার দেহ। তবে এই সেই নিখোঁজ ভারতীয় পড়ুয়া কি না তা এখনো স্পষ্ট ভাবে জানা যায়নি। ইতিমধ্যেই ভারতীয় পড়ুয়ার পরিবারকে খবর দেওয়া হয়েছে। নদীতে ভেসে ওঠা মৃতদেহর পরিচয় পত্র জানার চেষ্টা চালানো হচ্ছে।
সূত্রের খবর অনুযায়ী স্কটল্যান্ড এর রাজধানী এডিন বার্গের হেরিয়ট ওয়াট বিশ্ববিদ্যালয় ভর্তি হয়েছিলেন কেরলের সান্ত্রা সাজু। জানা গেছে চলতি মাসের শুরু থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্কটল্যান্ড এর পুলিশ জানিয়েছে গত ২৭শে ডিসেম্বর স্কটল্যান্ড এর সময় অনুযায়ী ১১:৫৫ নাগাদ এডিনবার্গের নিউব্রিজ এর কাছে একটি নদী থেকে উদ্ধার করা হয় একচিত্র যুবতীর মৃতদেহ। তবে ইনি সেই ভারতীয় পড়ুয়া কিনা সেই নিয়ে এখনো সন্দেহ রয়েছে। তাই শনাক্তকরণের জন্য ভারতীয় পড়ুয়ার পরিবারকে ডেকে পাঠানো হয়েছে। তবে ভেসে ওঠা মৃতদেহর মৃত্যুর পিছনে আত্মহত্যা নাকি অন্য কিছু ঘটনা রয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গেছে ওই ভারতীয় পড়ুয়া অর্থাৎ সান্ত্রা সাজুকে শেষবারের মতো দেখা গিয়েছিল ৬ ডিসেম্বর রাত ৯:১০থেকে ৯:৪৫ মিনিটের মধ্যে। সিসিটিভিতে ফুটে ওঠে সেই ফুটেজ। স্কটল্যান্ড পুলিশের কাছে ভারতীয় পড়ুয়ার সহকর্মীরা তার নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেছিল। ভারতীয় পড়ুয়াকে খুঁজে বের করার যথেষ্ট চেষ্টা করেছে স্কটল্যান্ড পুলিশ নদীতে ভেসে ওঠা মৃতদেহ আদৌও ভারতীয় পড়ুয়ার নাকি এবার সেটাই দেখার।