তারেকের ওপর থেকে আবারও মামলা প্রত্যাহার, দেশে ফিরবেন খালেদা-পুত্র?
The case against Tarek is withdrawn again, will Khaleda-son return to the country?

Truth Of Bengal: আবারও খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের বিরুদ্ধে ফৌজগারি মামলা প্রত্যাহার হল। এবার জয়পুরহাট রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগ সংক্রান্ত মামলা প্রত্যাহার করা হল। এর আগে আওয়ামী লীগের সমাবেশে হামলার অভিযোগের যে মামলা ছিল তারেকের বিরুদ্ধে, তা প্রত্যাহার করা হয়েছিল। তবে কি এবার লন্ডন থেকে ফিরবেন বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান? জল্পনা বিভিন্ন মহলে।
বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, ২০১৪ সালে লন্ডনে একটি আলোচনাসভায় বিতর্কিত মম্তব্য করেছিলেন তারেক রহমান। এর পর তৎকালীন শাসকদল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের জয়পুরহাট জেলা শাখার তরফে তারেকের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়। আদালতের নির্দেশে ২০১৫ সালে জয়পুরহাট সদর থানায় রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগে মামলাটি নথিভুক্ত করা হয়েছিল। পরে তদন্ত করে পুলিশ এ মামলায় আদালতে তারেকের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছিল।
কিন্তু বুধবার বিচার পর্বে অভিযোগকারী ছাত্রলীগ নেতা আবু বক্কর সিদ্দিক রেজা আদালতে উপস্থিত না থাকায় বিচারক মামলাটি খারিজ করে দিয়েছেন।
উল্লেখ্য, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি নেত্রী খালেদা জিয়া বেশকিছুদিন ধরেই অসুস্থ। তাঁর ছেলে তারেক থাকেন বিদেশে। লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে হামলায় মদত এবং বেআইনি আর্থিক লেনদেনের মামলায় তারেকের জেল হয়েছিল। তবে, গ্রেফতারি এড়াতে বিদেশে চলে যান খালেদা-পুত্র। এবার একের পর এক মামলা প্রত্যাহার হওয়ায় দেশে ফিরতে পারেন তিনি, এমনটাই মনে করছে বাংলাদেশের রাজনৈতিক মহলের একাংশ।