আন্তর্জাতিক

মাটি খুঁড়ে উদ্ধার হল লাশ, সুন্দরী এই মহিলার খুনের কারন খতিয়ে দেখছে পুলিশ

The body was recovered by digging the ground, the police is investigating the reason for the murder of this beautiful woman

The Truth Of Bengal :  দুইদিন নিখোঁজ থাকার পর অবশেষে এক মহিলার দেহ মিলল মাটি চাপা দেওয়া অবস্থায়। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের ময়মনসিংহ সদর উপজেলায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

জানা যায়, বাংলাদেশের ময়মনসিংহ সদর উপজেলায় ৩০ বছর বয়সী এক মহিলা নিখোঁজ হয়েছিলেন। ওই মহিলার নাম রাজিয়া আক্তার। দুইদিন নিখোঁজ থাকার পর অবশেষে শুক্রবার অর্থাৎ আজ উপজেলার চরনিলক্ষীয়া ইউনিয়নের সাথিয়াপাড়া এলাকার এক পুকুর থেকে মিলল ওই নারীর দেহ। মৃত রাজিয়া আক্তার ছিলেন চরনিলক্ষীয়া উজারা তাহের উদ্দিনের মেয়ে। গাজী আর মায়ের নাম আম্বিয়া খাতুন। রাজিয়ার মা-ই মৃতদেহটি দেখে নিজের মেয়ে বলে শনাক্ত করেন। স্থানীয়দের একাংশ জানান, রাজিয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন।

রাজিয়ার মা জানান, “মেয়ে দুইদিন ধরে নিখোঁজ ছিল। আমরা অনেক জায়গায় খোঁজ চালিয়েছি। কিন্তু পাইনি। অবশেষে মাটিতে চাপা পড়া অবস্থায় মেয়ের মৃতদেহ দেখতে পাই।”
এদিকে এলাকাবাসীরা জানায়, উজান পাড়া গ্রামের আবুল কাশেম ও তার ভাইয়ের একটি পুকুর হয়েছে। সেই পুকুরের একপাশে মাটি সরে যাওয়ায় রাজিয়ার মৃতদেহ দেখতে পাওয়া যায়। আজ এলাকাবাসীরা দেখেই প্রথমে পুলিশে খবর দেয়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানোর আগেই রাজিয়ার মাকে খবর দেয় দেহটি তার মেয়ের কিনা তা শনাক্ত করার জন্য।

Related Articles