ইজরায়েলে ভয়াবহ জঙ্গি হামলা, মৃত ১ আহতও বহু
Terrible terrorist attack in Israel, 1 dead, many injured

Truth Of Bengal : এবার জঙ্গি হামলা ইজরায়েলে। ইজরায়েলে জঙ্গি হামলায় প্রাণ গেছে ১ জনের । আহতও একাধিক জন। ইজরায়েল ও হামাস যুদ্ধের স্থগিতাদেশ থাকলেও এখনও কিছু কিছু জায়গায় জারি রয়েছে হামলার ঘটনা। এই জঙ্গি হামলার পিছনে হাত রয়েছে কোন জঙ্গি গোষ্ঠীর তেমনটাই ধারণা ইজরায়েল পুলিশের। পুলিশের দাবি আততায়ীকে খতম করা হয়েছে।
সূত্রের খবর আততায়ীর হামলায় গুরুতর ভাবে আহত হয়েছে আরও ৫ জন। তাদের উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ৭০ বছর বয়সী এক বৃদ্ধার। বাকিদের চিকিৎসা চলছে বলে জানিয়েছে হাসপাতালের চিকিৎসক।
পুলিশের প্রাথমিক ধারণা যারা হামলা চালিয়েছে তারা ছিল ২ জন। তাদের মধ্যে ১ জনের হাতে ছিল বন্দুক। অন্য জনের হাতে ছিল ছুরি। তবে পুলিশ পরে পরিষ্কার করে জানায় হামলাকারী ছিল ১ জন। ওই আততায়ী ছুরি নিয়ে আচমকাই হামলা চালায় জনবহুল এলাকায়। সেই ছুরির আঘাতে জখম হন স্থানীয়রা। জঙ্গি হামলা বলে অনুমান করা হলেও এর পিছনে হামাস জঙ্গি বা অন্য কোন কারণ আছে কিনা সেই বিষয়েও খতিয়ে দেখছে পুলিশ। আহতও ওই ৫ ব্যাক্তির মধ্যে অনেকের অবস্থা সংকটজনক বলেও জানা গেছে। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা।