আন্তর্জাতিক

নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১৮

Terrible plane crash in Nepal, 18 dead

The Truth Of Bengal :  নেপালে ফের বড়সড় বিমান দুর্ঘটনা। দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে। এই ভয়াবহ বিমান দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েন ওই বিমানের যাত্রীদের পরিবারের সদস্যরা।  সূত্রের খবর, ত্রিভুবন বিমানবন্দর থেকে উড়েছিল বিমানটি।

কাঠমান্ডু থেকে পোখরা যাচ্ছিল।  টেকঅফের সময় চাকা স্কিড করে দুর্ঘটনা। বিমানটি আছড়ে পড়ে। দাউদাউ করে জ্বলতে থাকে বিমানটি। যাত্রীবাহী বিমানটিতে কর্মী-সহ অন্তত ১৯ জন যাত্রী ছিলেন। জানা যায়, বুধবার সকালে টেক অফের সময়ই বিমানটি ভেঙে পড়ে।

  • বিমানটি ত্রিভুবন বিমানবন্দর থেকে উড়েছিল
  • টেক অফের সময়ই বিমানটি ভেঙে পড়ে
  • ভেঙে পড়ার সময় আগুন লেগে যায় বিমানটিতে
  • কাঠমান্ডু থেকে পোখরা যাচ্ছিল বিমানটি
  • বিমানটিতে কর্মী-সহ অন্তত ১৯ জন যাত্রী ছিলেন
  • ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে
  • কেন বিমানটি দুর্ঘটনায় পড়ল, তা এখনও জানা যায়নি
  • উদ্ধার করা হয়েছে বিমানের পাইলটকে

 

Related Articles