আন্তর্জাতিক
Trending

আমেরিকায় ভয়াবহ ভূমিকম্প, স্ট্যাচু অফ লিবার্টির টর্চে দেখা গেল বিদ্যুতের ঝলক, জানুন বিস্তারিত

Terrible Earthquake in America, Tremors at Busy Day, Know Details

The truth Of Bengal : চমকে যাওয়ার মত ঘটনা। নিউ ইয়র্কের ভূমিকম্পের যে ঘটনা চমকে দিয়েছে গোটা দেশের নাগরিকদের। তেমনিই নিউইয়র্ক শহরে অবস্থিত ‘স্ট্যাচু অব লিবার্টি’তে আলোর ঝলক। সেই আলো যেন ঠিকরে বের হচ্ছে। স্ট্যাচু অব লিবার্টি হাতে টর্চ থেকে যেন আলোর বিচ্ছুরণ। দিনের শুরুতে ব্যস্ত সময়ে ভূমিকম্পের ঘটনা ঘটে। আগের দিন আবার স্ট্যাচু অব লিবার্টির আশপাশেই ছিলেন বহু মানুষ। স্ট্যাচু অফ লিবার্টিটির টর্চ থেকে আলো বিচ্ছুরিত হতে থাকে এমন দৃশ্য অনেকেই দেখেছেন বলে দাবি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এ ধরনের ঘটনা চমকে দিয়েছে গোটা দেশকে গোটা বিশ্বকে। ভূমিকম্পের আতঙ্কের সঙ্গে এই ঘটনা বহু চর্চিত হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা গোটা ঘটনা কিভাবে ঘটল তার গবেষণায় নেমে পড়েছেন। অনেকেই দাবি করেছেন, সেই সময় গর্জনের সঙ্গে আলো বিচ্ছুরিত হতে থাকে স্ট্যাচু অফ লিবার্টির টর্চ থেকে।

বজ্রপাতের আওয়াজ শুনেছেন বলে দাবি করেছেন অনেক নাগরিক। বজ্রপাতের আলো যেন স্ট্যাচু অফ লিবার্টি টর্চ থেকে বিচ্ছুরিত হয়। দুই দিনের ব্যবধানে দুটি ঘটনা গোটা মার্কিন মুলকে আতঙ্কের আবহ ছড়িয়ে দিয়েছে। দুটি বিরল ঘটনার মধ্যে কোন যোগ রয়েছে কিনা তা গবেষণা করে দেখছেন বিশেষজ্ঞরা। আলোর যে ঝলকানি তা যেন হিংস্র বজ্র ঝড়। আর তারপরের দিন ভূমিকম্পে কেঁপে উঠল আমেরিকার বিস্তীর্ণ অঞ্চল। আমেরিকার নিউইয়র্ক ও নিউজার্সিতে ভূমিকম্প অনুভূত হয়েছে। সেখানকার স্থানীয় সময় সকাল সাড়ে দশটা নাগাদ ভূকম্পনে কেঁপে ওঠে বিস্তীর্ণ এলাকা। চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাতেও। রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪.৮। কয়েকদিন আগেই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে তাইওয়ান। দেশটির ইতিহাসে গত ২৫ বছরে এত ভয়াবহ ভূমিকম্প হয়নি। ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এই ভূমিকম্পে। তাজের কাটতে না কাটতেই ভূমিকম্প অনুভূত হয় জাপান ও চীনে। এবার ভয়াবহ ভূমিকম্পের ঘটনা ঘটলো আমেরিকায়। আমেরিকার এই ভূমিকম্পের উৎস স্থল ছিল নিউ জার্সি থেকে ৩৮ কিলোমিটার দূরে। পেনসিলভেনিয়া, বাল্টিমোর, নিউ হ্যাম্পশায়ারের বাসিন্দারাও কম্পন অনুভব করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন নিউইয়র্ক ও নিউ জার্সিতে এই ধরনের ভূমিকম্পের ঘটনা নজিবিহীন। পরিবেশবিদরা বলছেন কার্যত ব্যতিক্রমী ঘটনা। এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। হতাহতের কোন খবর জানায়নি সে দেশের প্রশাসন। যে সময় এই ভূ কম্পনের ঘটনা ঘটে সেই সময় নাগরিকরা ঘর ছেড়ে বেরিয়ে আসেন। ভয়ে ও আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন সাধারণ মানুষ। এই এলাকায় এ ধরনের ঘটনা সাধারণত না ঘটায় আতঙ্ক আরও বেশি করে তৈরি হয় নাগরিকদের মধ্যে। জানা গিয়েছে, যখন ভূমিকম্পের ঘটনা ঘটে সেই সময় রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের বৈঠক চলছিল। এই বৈঠকের মাঝে ভূমিকম্পের ঘটনা আতঙ্ক ছড়ায় প্রতিনিধিদের মধ্যে। যে এলাকায় ভূমিকম্পের ঘটনা বিরল সেখানে কেন এমন ঘটল? ভূতাত্তিকদের মতে প্রকৃতিকে মানুষ নিজের নিয়ন্ত্রণে রাখতে গিয়েই এ ধরনের ঘটনা ঘটছে বারে বারে।

বিস্তারিত আসছে …

Related Articles