ইউনুসের বাসভবন ঘেরাও ঘিরে উত্তেজনা, শিক্ষক-শিক্ষার্থীদের লং মার্চে বাঁধা দেয় পুলিশ
Tensions rise around Yunus's residence, police block long march of teachers and students

Truth Of Bengal: গত বছর ছাত্র আন্দোলনের হাত ধরে ক্ষমতায় মহম্মদ ইউনুসের সরকার। একের পর এক বিক্ষোভ ছাত্ররা করেছিল। বুধবার তিন দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের বাসভবনের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা মিছিল করে। সেই সময় শিক্ষক- শিক্ষার্থীর লংমার্চে বাঁধা দেয় পুলিশ। পুলিশের সঙ্গে লংমার্চে অংশগ্রহণকারীদের রীতিমতো ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়।
পুলিশ শিক্ষার্থীদেরকে লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ে। শিক্ষার্থীরা তারাও পুলিশের দেওয়া সব বাঁদা পেরিয়ে, ব্যারিকেড ভেঙে যমুনার দিকে যাওয়ার চেষ্টা করে। প্রথমে তাঁরা মৎস ভবনের দিকে চলে যান। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মূলত, তিন দফা দাবি ছিল।
তাদের প্রথম দাবি ছিল, যতদিন না পর্যন্ত আবাসন ব্যবস্থা নিশ্চিত না হয় ততদিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে। দ্বিতীয়ত, ২০২৫- ২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট বাদ না দিয়ে তা অনুমোদন করতে হবে। তৃতীয়ত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে। মূলত তিন দাবি নিয়েই, বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের বাসভবনের দিকে যেতেই রক্তাক্ত হতে হয় শিক্ষার্থীদের।