
Truth Of Bengal: ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠলো তাইওয়ান। রবিবার অর্থাৎ ২৬ শে জানুয়ারি সাত সকালে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান। এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৬। জানা গেছে এই ভূমিকম্প প্রায় ১৬ কিলোমিটার গভীরতায় হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। এই নিয়ে গত এক সপ্তাহে তাইওয়ানে দ্বিতীয়বার ভূমিকম্প হয়েছে। এর আগে নতুন বছরের শুরুতেই অর্থাৎ একুশে জানুয়ারি তাইওয়ানে ভয়াবহ ভূমিকম্প দেখা দিয়েছিল আর সেই ভূমিকম্পে আহত হয়েছিল বহু মানুষ।
সূত্রের খবর, অনুযায়ী কিছুদিন আগে অর্থাৎ ২০ থেকে ২১ জানুয়ারির মধ্যে তাইওয়ানের দক্ষিণ অঞ্চলে ৬.৪ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়েছিল। আর সেই দিনের ভূমিকম্পে আহত হয়েছিল প্রায় ২৭ জনের মতো মানুষ। প্রচুর পরিমাণে সম্পতির ক্ষয়ক্ষতি হয়েছিল। সেদিন ভূমিকম্পটি হয়েছিল মধ্যরাত ১২.১৯ মিনিটে। সেই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ৩৪ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত চিয়াই কাউন্টি হলের ১০ কিলোমিটার গভীরে। সে সময় আহত ২৭ জনকে ভর্তি করানো হয় হাসপাতালে।
এছাড়াও তাইওয়ানের বিভিন্ন জেলায় ভূমিকম্পের জেরে ধস নামে এবং যার ফলে বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ধসের কারণে ধসে যাওয়া বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে এক মাস বয়সী শিশুসহ ৬ জনকে। এর আগেও গত বছর তাইওয়ানের পার্বত্য অঞ্চল অর্থাৎ পূর্ব উপকূলীয় হুয়ালিয়েনে ৭.৪ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়। ওই ভূমিকম্পে মৃত্যু হয়েছিল প্রায় ১৩ জন মানুষের আহত হয়েছিল এক হাজারেরও বেশি মানুষ।