অস্প্রে উড়োজাহাজে স্থগিতাদেশ, এক বছরে তিনবার বিধ্বস্ত হওয়ায় নির্দেশিকা….
Suspension of Osprey Aircraft

The Truth Of Bengal: একের পর এক দুর্ঘটনার কবলে পড়ছে যুক্তরাষ্ট্রের অস্প্রে উড়োজাহাজ। ভি-২২ অস্প্রের সব উড়োজাহাজ ওঠানামায় স্থগিতাদেশ যুক্তরাষ্ট্রের। এক বছরে তিনবার বিধ্বস্ত হওয়ায় এই নির্দেশিকা জারি।
গত সপ্তাহে জাপানের উপকূলে ভি২২ অস্প্রে উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় যুক্ররাষ্ট্রের বিমানবাহিনীর আট জন সদস্য নিহত হয়েছিলেন। সেই দুর্ঘটনার পর ভি ২২ অস্প্রে উড়োজাহাজগুলো অপারেশন স্থগিত রাখার ঘোষণা করেছে সামরিক বাহিনী। যুক্ররাষ্ট্রের এয়ার ফোর্স স্পেশাল অপারেশন কম্যান্ডের বিবৃতিতে উঠে আসে মান্ডার ল্যাফটেনেন্ট জেনারেল টনি বাউর্নফিন্ডের নির্দেশে গত সপ্তাহের দুর্ঘটনার ‘তদন্ত অব্যাহত থাকাকালীন ঝুঁকি কমাতে’ বিমান বাহিনীর ভি-২২ অস্প্রে উড়োজাহাজ গুলোর অপারেশন স্থগিত করা হয়েছে। তবে ওই উড়োজাহাজ দুর্ঘটনার সঠিক কারণ এখনও পর্যন্ত জানা না গেলেও যান্ত্রিক ত্রুচির কারণেই যে দুর্ঘটনাটি ঘটেছে তা প্রথমিকভাবে মনে করা হেচ্ছ। তবে সেই ক্রটির কারণ কী তা জানা যায় নি।
জাপান তাদের নিজস্ব অস্প্রে উড়োজাহাজের ফ্লাইট চলাচল স্থগিত করেছে। পূর্বসতর্কতা হিসেবে জাপানের আকাশসীমায় মার্কিন সামরিক বাহিনীকেও একই কাজ করতে বলা হয়েছে। এই উড়োজাহাজের নকশায় উড়োজাহাজ ও হেলিকপ্টার দুটোরই সংমিশ্রণ রয়েছে। ভি ২২ অস্প্রে উড়োজাহাজ হেলিকপ্টারের মতো উলম্বভাবে উড়তে ও নামতে পারে। তবে পরপর কয়েকটি দুর্ঘটনাকে কেন্দ্র করে এই উড়োজাহাজের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই কারণেই ভি২২ অস্প্রের সব উড়োজাহাজে স্থগিতাদেশ জারি হল।
Free Access