আন্তর্জাতিক

দ্রুত বিকাশশীল রাজ্য বাংলার শিল্প মানচিত্রে সূর্যোদয়

Sunrise on the industrial map of the rapidly developing state of Bengal

Truth Of Bengal: ব্রিটিশ-ভারত বাণিজ্য সম্পর্ক সুদৃঢ় করতে এগিয়ে আসুন। বাংলায় শিল্প সম্ভাবনার বিপুল সুযোগ রয়েছে। বাংলায় লগ্নি করলে তা দ্রুত রূপায়ণ করতে এগিয়ে আসছে প্রশাসন। লন্ডনে শিল্প বৈঠকে একথা তুলে ধরেন লক্ষ্মী গ্রুপের এমডি রুদ্র চ্যাটার্জি।

তিনি আশা প্রকাশ করেন, যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিকাশ করছে তাতে পশ্চিমবঙ্গ শিল্প মানচিত্রে উজ্বল জায়গা করে নেবে। লক্ষ্মী গ্রুপের এমডি  রুদ্র চট্টোপাধ্যায় আরও বলেন, ‘‘ ব্রিটিশ রাজবাড়ি দার্জিলিং চা পান করেন। চায়ের নানারকম কাজ হচ্ছে। বাংলায় আসুন বিনিয়োগ করার জন্য। বৃটিশ-বাংলা ঐতিহাসিক যোগাযোগের কথা মাথায় রেখে কাজ করুন।”

সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের চান্সেলর সত্যম রায়চৌধুরী, শিক্ষাক্ষেত্রে তাঁদের প্রসারের কথা তুলে ধরেন শিল্প বৈঠকে। নেতাজী সুভাষ চন্দ্র বসুর নামে বিশ্ববিদ্যালয় স্পোর্টস গড়ে তোলা হয়েছে। ম্যাচেস্টার সিটি স্পোর্টস স্কুল প্রথম ভারতে গড়ে উঠতে চলেছে। সেই স্কুল বাংলাতেই গড়ে তোলা হবে।

প্যাটন ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর সঞ্জয় বুধিয়া বদলে যাওয়া বাংলার ছবিটা হাইপ্রোফাইল বৈঠকে তুলে ধরার চেষ্টা করেন। তাঁর মতে বর্তমানে “স্ট্রাইক লকআউট নেই। কোনওকিছু ভাববেন না। আসুন, বেস্ট বেঙ্গলে।”

শিল্পপতি সঞ্জয় বুধিয়া বলেন, “বাম আমলের মতো এখন শ্রমদিবস নষ্ট হয় না। তাই পশ্চিমবঙ্গে কাজ করতে   পছন্দ করছি।যাঁরা আসবেন তাঁদেরও দুহাত ভরিয়ে তুলবে এই রাজ্য ”

Related Articles