ছাত্রলীগের কার্যালয় গুঁড়িয়ে দিলেন বাংলাদেশের শিক্ষার্থীরা
Students of Bangladesh destroyed the office of Chhatra League

Truth Of Bengal: প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শাখা কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। শুক্রবার রাত একটার দিকে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে অবস্থিত ছাত্রলীগের ওই কার্যালয়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা বলেন, রাত একটার দিকে শিক্ষার্থীরা স্লোগান দিতে দিতে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়–সংলগ্ন শাখা ছাত্রলীগের কার্যালয়ের দিকে এগিয়ে যান। সেখানে প্রথমে ইটপাটকেল নিক্ষেপ করে কার্যালয়টি ভাঙতে শুরু করেন তাঁরা। পরে বুলডোজারের সাহায্যে পুরো ভবন গুঁড়িয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে শহীদ শামসুল হক হলের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
শহীদ শামসুল হক হলের একাধিক শিক্ষার্থী বলেন, তাঁরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহিদের সম্মানে এ পদক্ষেপ নিয়েছেন। স্বাধীন বাংলাদেশের মাটিতে কোনও স্বৈরাচারী শক্তির চিহ্ন রাখতে দেওয়া হবে না। নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলেন, নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুক্রবার এ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কবর রচিত হল। যারা ছাত্রলীগকে পুনর্বাসনের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শহিদ শামসুল হক হলের আরেক শিক্ষার্থী বলেন, ‘ছাত্রসমাজ আর কোনও অন্যায়কে প্রশ্রয় দেবে না। সব ধরনের জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াব।’ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মাহবুবুল প্রতীক সিদ্দিক বলেন, ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন হলেও বিশ্ববিদ্যালয়ের ভেতরে এমন ভাঙচুর করার অনুমতি দিতে পারে না প্রশাসন। শিক্ষার্থীরা প্রশাসনকে বলেছিলন যে তাঁরা কোনও ভাঙচুর করবে না। পরে ভাঙচুর হয়েছে।