বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে রেল অবরোধ শিক্ষার্থীদের
Students block railway to demand change of university name

Truth Of Bengal: গাজীপুরে রেললাইন অবরোধ করে বিক্ষোভ পড়ুয়াদের। বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে উত্তেজনা কালিয়াকৈর হাই-টেক সিটি রেলওয়ে স্টেশন চত্বরে। সোমবার সকাল ৯ টা নাগাদ এই বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের জেরে ঢাকা ও উত্তরবঙ্গের মধ্যে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ‘গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয়’-এর নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ ডিজিটাল বিশ্ববিদ্যালয়’ করার দাবি ওঠে এদিনের আন্দোলনে।
প্রসঙ্গত, ১৩ ফেব্রুয়ারি সরকারিভাবে বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয় করা হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের তরফে বিবৃতি জারি করে এই ঘোষণা করা হয়। তারপর থেকেই ক্ষুব্ধ পড়ুয়াদের একাংশ। ‘বাংলাদেশ ডিজিটাল বিশ্ববিদ্যালয়’ নাম রাখার দাবি তোলে। এই দাবি পূরণের জন্য মানববন্ধন সহ বিভিন্ন বিক্ষোভ করে আসছে।
স্থানীয় সংবাদমাধ্যম অনুযায়ী, এদিনের বিক্ষোভের জেরে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বন্ধ করে দেওয়া হয়। যাত্রীদের মধ্যে বেশ কয়েকজন রোগীও ছিলেন। তাদের আত্মীয়স্বজনদের অনুরোধের পর, শিক্ষার্থীরা ট্রেনটিকে যেতে দেয় কিন্তু রেলপথে তাদের অবরোধ অব্যাহত রাখে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা।
আন্দোলরত শিক্ষার্থীদের কথায়, ”গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয় নামটি আমাদের প্রতিষ্ঠানের মর্যাদা এবং পরিচয় স্পষ্টভাবে প্রতিফলিত করে না। আমরা চাই এটি বাংলাদেশ ডিজিটাল বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পাক, যা এটিকে একাডেমিক এবং প্রযুক্তিগত উন্নয়নের জন্য একটি জাতীয় প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করবে।”