ওমানে মসজিদের সামনে গুলিবর্ষণ ; মৃত্যুর কোলে ঢলে পড়ল ৪
Shooting in front of mosque in Oman; Fell in the lap of death 4

The Truth Of Bengal: ওমানে বন্দুকবাজের হামলা। একটি মসজিদের কাছে বন্দুকবাজের তাণ্ডবে প্রাণ হারিয়েছে অন্তত ৪ জন। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে অগণিত মানুষ। এই হামলার পিছনে ঠিক কী উদ্দেশ্য ছিল এবং কারা এমন দুষ্কৃতীমূলক হামলা চালালো তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন। গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে পুলিশ।
প্রসঙ্গত উল্লেখ্য, ঘটনাটি ঘটে ওমানের রাজধানী মাস্কাটের ওয়াদি আল কবির এলাকার একটি মসজিদের সামনে। এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। প্রাথমিক তদন্তের পর রয়্যাল ওমান পুলিশ এক্স হ্যান্ডেলে একটি বিবৃতি প্রকাশ করে জানায়, এই দুষ্কৃতী হামলায় প্রাণ হারিয়েছে ৪ জন। আহত বেশ কয়েকজন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা। এই মুহূর্তে এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। রয়েছে কড়া নিরাপত্তা। সমস্ত জরুরি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ।
পুলিশ সূত্রে জানা খবর, এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন। এই ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের জন্য শোকপ্রকাশ করেছে রয়্যাল ওমান পুলিশ। বিবৃতি দিয়ে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে পুলিশের তরফ থেকে। মসজিদের মতো একটি ধর্মীয়স্থানের সামনে এই ধরনের ঘটনায় তুমুল শোরগোল পড়েছে দেশ জুড়ে। ঘটনার তদন্ত শেষ হলে বিস্তারিত সব তথ্য দেওয়া হবে বলে জানিয়েছে ওমান পুলিশের তরফ থেকে। গোটা পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখা হয়েছে। এলাকাটি কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে পুলিশের তরফে।