আন্তর্জাতিক

দিল্লির পর শেখ হাসিনার পাইপলাইনে কোন সফর?

Sheikh Hasina's visit to the pipeline after Delhi?

The Truth Of Bengal :  চলতি বছরে বিদেশ সফরের দিকে বেশি গুরুত্ব দিতে চলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এবার, প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানানো হয়েছে, আগামী ২১ জুন দিল্লি সফরে যেতে চলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও, রাজনৈতিক মহলের একাধিক প্রশ্ন ছিল, দিল্লির আগে বেইজিং সফরে যাবেন কিনা, তবে সেটি হচ্ছেনা বলেই জানানো হয়েছে।

গত কয়েকদিন আগেই ভারতে গিয়েছিলেন শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছিল তাকে। আর এবার ২১ জুন দুদিনের সফরে দিল্লি যেতে চলেছেন তিনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ২১ জুন শেখ হাসিনা দিল্লি যাবেন এবং তারপরের দিন হায়দরাবাদ হাউসে অনুষ্ঠিত হবে দুই প্রধানমন্ত্রীর বিশেষ বৈঠক।

পাশাপাশি, তার দফতর সূত্রে খবর, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের দ্বিপক্ষীয় সফরটি তুলনামূলকভাবে সংক্ষিপ্ত হবে। সফরটি ২১ জুন থেকে দুই দিনের হবে। ২৩ জুন আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। ওই দিন এই অনুষ্ঠানে যোগ দিতে তাঁর ঢাকায় থাকার কথা। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, সাম্প্রতিক ইতিহাসে বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীর এত কম সময়ের মধ্যে দুই দফায় ভারত সফরের নজির নেই। ৯ জুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শপথ অনুষ্ঠানের পর দুই শীর্ষ নেতার একান্তে স্বল্প সময় আলোচনা হয়েছিল। দুই প্রধানমন্ত্রী একে অন্যকে তাঁদের দেশে আমন্ত্রণও জানান।

অপরদিকে, সূত্রের খবর, আগামী ৮ জুলাই বেইজিং সফরে যেতে পারেন শেখ হাসিনা। সেখানে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি তিনি দেশটির প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে আলোচনা করবেন। সব মিলিয়ে, এতে বাংলাদেশের সঙ্গে অন্যান্য দেশের আন্তর্জাতিক সম্পর্ক যে দৃঢ় হতে চলেছে, তা বলাবাহুল্য।

Related Articles