আন্তর্জাতিক

ভিজতে পারে ওপার বাংলার বেশ কিছু জায়গা, জানালেন আবহাওয়া দফতর

Several places in Bengal may get wet, said the Meteorological Department

Truth Of Bengal: বাংলাদেশের বেশ কিছু জায়গা জলে ভিজতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বেশ কিছুদিন আগে বন্যা পরিস্থিতি একটু হলেও কাটিয়ে উঠতে পেরেছিল ওপারবাসী। তারপর ধীরে ধীরে তাপমাত্রা একটু বেড়েছিল। আর  সে জায়গা থেকেই রেহাই পেতে চলেছে দেশের চার জায়গা।

ইতিমধ্যেই আবহাওয়া দফতরের তরফে আশার বানী দেওয়া হয়েছে যে দেশের চারটি বিভাগের বেশ কিছু জায়গাতে সোমবার বৃষ্টি হতে পারে  হয়েছ। এছাড়াও সোমবার রাজধানী ঢাকাতেও সামান্য পরিমাণে বৃষ্টি হতে পারে। আরও দু-এক দিন বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে আবহাওয়া দফতর তরফে। তবে আবহাওয়া দফতর এও জানিয়েছে যে, লাগাতার বৃষ্টির কারণে বন্যা উপদ্রুত এলাকায় পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা অনেকটাই কম রয়েছে।

সোমবারের দিন খুলনা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গা বৃষ্টির জলে ভিজতে পারে। এদিন সকাল থেকেই আকাশের মুখ ভার থাকবে বলে জানা যাচ্ছে। রবিবারের দিনও কিছুটা সময় আকাশ মেঘলা ছিল। মেঘলা আকাশ,  ভ্যাপসা গরম, আবার সামান্য বৃষ্টি—এমন অবস্থা দিয়েই এদিন চলেছে রাজধানী। ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাতের  পরিমাণ প্রায় তিন মিলিমিটার । রাজধানীতে সোমবারের দিন সামান্য বৃষ্টি হতে পারে। আকাশ মেঘলা থাকতেই দেখা যাবে। তবে রবিবারের দিন দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কুমিল্লায় । প্রায় ৫৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে সেখানে। সোমবারের পর বুধবার দিন বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে বাড়তে পারে বলেই আবহাওয়া দফতর তরফে জানা যাচ্ছে।

Related Articles