আন্তর্জাতিক

আফগানিস্তানে ভয়াবহ দুর্ঘটনায় মৃত একাধিক, গুরুতর আহত ৩৮

Several dead, 38 seriously injured in a terrible accident in Afghanistan

The Truth Of Bengal: আফগানিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। বাস ও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় বেশ কয়েকজনের। আহতের সংখ্যাও বহু। হেলমন্দ জেলার গ্রিশক জেলার ঘটনায় চাঞ্চল্য। পুলিশ সূত্রে খবর, আহতরা হাসপাতালে চিকিতসাধীন।

হিরাট কান্দাহার হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা। হেলমন্দ প্রদেশের গ্রিশক জেলার প্রশাসন সূত্রে খবর, রবিবার সকালে একটি মোটর বাইক ধাক্কা দেয় যাত্রী বোঝাই একটি একটি বাসে। নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি তেলের ট্যাঙ্কারে গিয়ে ধাক্কা মারে ওই বাসটি। দাউ দাউ করে জ্বলে ওঠে ট্যাঙ্কারটি। আগুন ধরে যায় বাসটিতেও। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে একাধিক ব্যাক্তির। গুরুতর আহত প্রায় ৩৮ জন। তাদের মধ্যে ১১ জনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। গ্রিশক জেলা প্রশাসনের তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়, রবিবার সকালে মোটর বাইক, যাত্রীবাহী বাস ও তেলের ট্যাঙ্কারের সংঘর্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। আহত আরও ৩৮ জন।

সূত্রের খবর, যাত্রীবাহী বাসে ধাক্কা মারার সঙ্গে সঙ্গেই দুই বাইক আরোহীর মৃত্যু হয়। তারপরই বাসটি তেলের ট্যাঙ্কারে গিয়ে ধাক্কা মারে। সেই সময়ে ট্যাঙ্কারে থাকা তিন জনের মৃত্যু হয়। ঘটনাস্থলেই মৃত্যপ হয় বাসের ১৬ জন যাত্রীর। হেলমন্দ পুলিশের তরফ থেকে জানা গিয়েছে, ৩৮ জন আহতই হাসপাতালে ভর্তি। তাদের মধ্যেই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ১১ জন। বাকি ২৭ জনের অবস্থা আশঙ্কাজনক হলেও বর্তমানে তারা স্থিতিশীল। দুর্ঘটনাস্থলের বেশকিছু ছবিই ইতিমধ্যে নেটদুনিয়ায় ভাইরাল। সেখানেই দেখা যাচ্ছে বাস ও তেলের ট্যাঙ্কার পুড়ে গিয়েছে। চলছে ধ্বংসস্তুপ পরিষ্কারের কাজ।

free access

Related Articles