আন্তর্জাতিক

‘নিরাপত্তার দায়িত্ব আমাদের’সংখ্যালঘুরা বাংলাদেশের নাগরিক

'Security is our responsibility' Minorities are citizens of Bangladesh

Truth of Bengal: বেসরকারি এক সাংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এক সাক্ষাৎকারে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে আশ্বাস দিতে দেখা যায় অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামকে। সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান, বাংলাদেশ-ভারতের প্রকল্পসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন নাহিদ। ভারতের সংবাদমাধ্যমে বাংলাদেশ সম্পর্কে মিথ্যাচারের বিষয়ে নাহিদ ইসলাম মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশ-ভারতের সম্পর্ক উন্নয়নের জন্য আলোচনা হওয়া প্রয়োজন।

নাহিদ ইসলাম বলেন, বিশ্বের অনেক দেশ জুলাই-আগস্টের গণহত্যা নিয়ে। ভারতে  হাসিনাকে ভারত আশ্রয় দেওয়ার প্রসজ্ঞ টেনে ভারতের অবস্থান নিয়ে প্রশ্ন তলেন, তিনি আর বলেন যারা এ ঘটনার সঙ্গে জড়িত হয়ে ভারতে পালিয়েছে, তাদের বিচার করতে ভারতের সহযোগিতা প্রয়োজন আছে বলে তিনি দাবি করেন। সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে নাহিদ ইসলামকে প্রশ্ন করা হলে তিনি বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে তাঁরা সব খবর রাখছে। অন্তর্বর্তী সরকার দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরো খারাপ হতে পারত। তবে আমাদের নেয়া পদক্ষেপের কারণে বড় ধরনের কোনো সহিংস ঘটনা ঘটেনি, যেমন একাধিক পুজা অর্চনা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে , তিনি দাবি করেন ।

তিনি আরও দাবি করেন, বর্তমানে সংখ্যালঘুরা পুলিশ এর নিরাপত্তায় সন্তুষ্ট। আগের সরকার সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করেছে, যার ফলে তাদের ওপর আস্থা কমেছিল। তবে এখন এই সমস্যাগুলো সমাধানের চেষ্টা চলছে। এজন্য তাদের সময় দেওয়া প্রয়োজন বলে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম জানান।

Related Articles