উঠছে নিষেধাজ্ঞা! পরমাণু শক্তি উৎপন্নের লক্ষ্যে একত্রে কাজ করার বার্তা আমেরিকার
Sanctions are rising! America's message to work together to produce nuclear energy

Truth Of Bengal: ২৬ বছর আগে পোখরানে ভারতের পরমাণু পরীক্ষার পর যে নিষেধাজ্ঞা জারি করেছিল আমেরিকা, অবশেষে তা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। ভারত সফরে এসে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এই ঘোষণা দেন। তিনি জানান, ভারতীয় সংস্থাগুলির উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে।
সোমবার নয়াদিল্লিতে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠকের পর জ্যাক সুলিভান বলেন, “পরমাণু ক্ষেত্রে অতীতের সমস্যাগুলি কাটিয়ে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে সরকারি ও বেসরকারি সংস্থাগুলি শান্তিপূর্ণ পরমাণু সহযোগিতার ক্ষেত্রে একত্রে কাজ করতে পারবে।”
১৯৯৮ সালে পোখরানের মাটির নিচে পরমাণু পরীক্ষা চালানোর পর ভারতের বিরুদ্ধে ২০০টিরও বেশি পরমাণু সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল আমেরিকা। ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টার, ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ, ইন্ডিয়ান রেয়ার আর্থ এবং নিউক্লিয়ার রিয়েক্টর্সের মতো গুরুত্বপূর্ণ সংস্থাগুলি নিষেধাজ্ঞার তালিকায় ছিল। যদিও পরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল, কিন্তু পরমাণু সংস্থাগুলির উপর নিষেধাজ্ঞা রয়ে গিয়েছিল।
জ্যাক সুলিভানের এই ঘোষণায় বিশেষজ্ঞরা মনে করছেন, পরমাণু ক্ষেত্রে ভারত ও আমেরিকার মধ্যে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সহযোগিতার পথ সুগম হবে। ভারতের অসামরিক পরমাণু সংস্থাগুলিও এই সিদ্ধান্ত থেকে বড় সুবিধা পাবে। পাশাপাশি, দুই দেশের বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদরা শান্তিপূর্ণ পরমাণু শক্তি উৎপন্ন ও গবেষণার ক্ষেত্রে একযোগে কাজ করতে পারবেন।