আন্তর্জাতিক

শান্তি বৈঠকের আগেই ইউক্রেনে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, কী হবে যুদ্ধের ভবিষ্যৎ?

Russia launches drone attack on Ukraine ahead of peace talks, what will be the future of war?

Truth of Bengal: সৌদি আরবে শান্তি বৈঠকের মাত্র একদিন আগে ইউক্রেনজুড়ে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় কিয়েভসহ একাধিক শহরে এই আক্রমণে অন্তত ৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। এই হামলার ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আমেরিকার মধ্যস্থতায় আয়োজিত শান্তি আলোচনা আদৌ কতটা কার্যকর হবে।

ইউক্রেনের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, রাশিয়া একরাতে ১৪৭টি ড্রোন হামলা চালিয়েছে, যার মধ্যে ৯৭টি আকাশেই ধ্বংস করা সম্ভব হয়েছে। কিন্তু বাকি ড্রোনগুলোর আঘাতে কিয়েভ, খারকিভ, সুমি, চেরনিহিভ, ওডেসা ও দোনেৎস্কে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কিয়েভে এক ৫ বছরের শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে এবং ১০ জন আহত হয়েছেন। দোনেৎস্কে আরও ৪ জন নিহত হয়েছেন। পাশাপাশি, হামলার কারণে বেশ কিছু বিদ্যুৎকেন্দ্র ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যা জনজীবনে ব্যাপক প্রভাব ফেলেছে।

রাশিয়ার এই আক্রমণের পর ইউক্রেনের সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অনেকেই মনে করছেন, এই পরিস্থিতিতে রাশিয়ার সঙ্গে কোনো চুক্তি করা মানে তা শুধুমাত্র কাগজে-কলমে স্বাক্ষরিত হওয়া, বাস্তবে এর কোনো মূল্য থাকবে না। কেউ কেউ আমেরিকার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন, দাবি করছেন—“আমেরিকা কখনোই আমাদের প্রকৃত সমস্যাগুলো বুঝবে না।”

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক বিবৃতিতে জানিয়েছেন, শুধু এই সপ্তাহেই রাশিয়া ১৫৮০টি বিমান হামলা চালিয়েছে, যার মধ্যে ১১০০টি ড্রোন হামলা এবং ১৫টি ক্ষেপণাস্ত্র হামলা রয়েছে। তিনি মনে করেন, শান্তি প্রতিষ্ঠার আগে রাশিয়ার এই লাগাতার হামলা বন্ধ করতেই হবে এবং আন্তর্জাতিক মহলকে মস্কোর উপর আরও কঠোর চাপ দিতে হবে।

২০২২ সালে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে এবার সৌদি আরবে এক গুরুত্বপূর্ণ শান্তি বৈঠকের আয়োজন করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই এই যুদ্ধ বন্ধের বিষয়ে তিনি বিশেষ উদ্যোগ নিচ্ছেন। সোমবার অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকে মার্কিন ও ইউক্রেনীয় প্রতিনিধিরা আলোচনায় বসবেন। তবে তার ঠিক আগেই ইউক্রেনে রাশিয়ার হামলা, আলোচনার সফলতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। বিশ্বজুড়ে এখন নজর সেই বৈঠকের দিকেই—এই যুদ্ধ কি সত্যিই শেষ হবে, নাকি আরও দীর্ঘায়িত হবে?

Related Articles