
The Truth Of Bengal: ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে রোবট থিমের ক্যাফে-হোটেল। এবারে কাস্টোমারদের খাবার দেওয়ার জন্যও ব্যবহার করা হচ্ছে রোবটের। আইসা নামের রোবটকে আমদাবাদের রোবোটিক ক্যাফেতে ওয়েটার হিসেবে চাকরি দেওয়া হয়েছে।
ব্যবসাকে জনপ্রিয় করে তুলতে এক এক জন ব্যবসায়ী এক এক রকম পন্থা অবলম্বন করে থাকেন। ক্রেতাদের আরও আকর্ষণ করতে বিশ্বের নানা রেস্তোরাঁ বা ক্যাফেতে আনা হয়েছে রোবট ওয়েটার। যুগের সাথে সাথে যেমন প্রযুক্তির উন্নতি হচ্ছে তেমনই আবার এই প্রযুক্তি মানুষের কাছে খুব সহজেই পৌঁছে যাচ্ছে। এই রকমই এক নিদর্শন দেখা গেল আমেদাবাদে রাস্তার ধারের এক গোলা আইসক্রিমের ক্যাফেতে। এর আগে নয়ডা, চেন্নাই, বেঙ্গালুরু ও কোয়েম্বাটুরে দেখা গেছে রোবট ও রোবটিক থিম যুক্ত রেস্তোরাঁ।
আমেদাবাদের ওই ক্যাফেতে আইসা নামের ওই রোবটকে ওয়েটার হিসাবে চাকরি দেওয়া হয়েছে। ক্যাফের মালিক জানিয়েছেন ১ লাখ ৩৫ হাজার টাকা দিয়ে তিনি এই চাকা লাগানো রোবট টি কিনেছেন। ইতিমধ্যেই এই চাকা লাগানো রোবট কিভাবে খাবার পরিবেশন করছে সেই রকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিও দেখে চমকে উঠেছেন সকলেই।
ফুড ব্লগার কার্তিক মহেশ্বরী রোবট ওয়েটারের ছবি প্রকাশ করেছেন। ছবির উপরে কার্তিক লিখেছেন মাত্র ৪০ টাকার বরফের গোলা খুব সুন্দর ভাবে পরিবেশন করেছে এই চার চাকা লাগানো রোবট। সাদা ধবধবে রোবটের চোখে রয়েছে কালো স্টাইলিশ সানগ্লাস। মূলত ক্রেতাদের আরও আকর্ষণ করতেই এই অভিনব উদ্যোগ নিয়েছে ক্যাফের মালিক।