
The Truth Of Bengal: অত্যাধুনিক ও উদ্ভাবনী প্রযুক্তির জন্য চীনের বেশ সুনাম রয়েছে। সেই পথ ধরে এবার চীনের একটি হোটেল রোবটের মাধ্যমে পরিষেবা দিচ্ছে মানুষকে। ইন্টারনেট–দুনিয়ায় এই রোবট পরিষেবা নিয়ে বেশ হইচই পড়ে গেছে।
এক পর্যটক চীনের সাংহাইয়ে একটি হোটেলে উঠেছিলেন। সেখানে রোবটের মাধ্যমে তাঁর রুমে খাবার পৌঁছে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। এতে তিনি নিজের অভিজ্ঞতাও বর্ণনা করেছেন।
ভিডিওর শুরুতে অ্যাব্রডকে বলতে শোনা যায় ‘ওকে’, হোটেল রুমের ফোন বাজছে। এর অর্থ হচ্ছে, রোবট এখানে চলে এসেছে। চীনা ভাষায় রোবট কথা বলছে। সে কী বলছে, সেটা বোঝা যাচ্ছে না।
তবে দেখা যাক, সে এখানে এসেছে। এরপরই অ্যাব্রড হোটেলকক্ষের দরজা খুলে দেখেন, দরজার সামনে একটি রোবট দাঁড়িয়ে আছে। রোবট মেশিনে তিনি যখন ‘ওপেন’ বাটনে চাপ দেন, তখন রোবটের ছোট্ট দরজাটি খুলে গেল। সেখানে ওই পর্যটক তাঁর খাবার দেখতে পায়। ভিডিও দেখে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী একজন মন্তব্য করেন, ২০৫০ সালে জীবন কেমন হবে, এই রোবট সেই অনুভূতি দিচ্ছে।
FREE ACCESS