উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, কুয়েটে উত্তাল পরিস্থিতি
Protests demanding the resignation of the Vice-Chancellor, tense situation in KUET

Truth Of Bengal: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের দাবিতে সরব। উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাসুদের পদত্যাগের দাবিতে একটি মিছিল বের করে শিক্ষার্থীরা।
এদিন দুপুর ১২টা নাগাদ “দূর্বার বাংলা” ভাস্কর্যের পাদদেশে শুরু হয় বিক্ষোভ। মিছিলটি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান অতিক্রম করে। মিছিল চলাকালীন, শিক্ষার্থীরা উপাচার্যের বিরুদ্ধে স্লোগান দেয়। কুয়েটের প্রশাসনিক ভবনসহ বিভিন্ন ভবনের দেয়ালে উপাচার্যের পদত্যাগের দাবিতে পোস্টার সাঁটান। মিছিলের পর, শিক্ষার্থীরা ছাত্র কল্যাণ কেন্দ্রে একটি সংবাদ সম্মেলন করে।
প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। ঘটনায় জখম হন শতাধিক মানুষ। সেই পরিপ্রেক্ষিতে বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, “১৮ ফেব্রুয়ারির ঘটনার পর, দায়িত্ব স্বীকার করার পরিবর্তে, উপাচার্য এড়িয়ে গিয়েছিলেন। এরপরেই আন্দোলনের সূত্রপাত ১৫০ জনেরও বেশি শিক্ষার্থীর উপর হামলা করা হয়েছিল। বহু শিক্ষার্থীকে বহিষ্কৃত করা হয়। ক্যাম্পাসে ফিরে আসা শিক্ষার্থীদের ছাত্রাবাসে প্রবেশ করতে দেওয়া হয়নি। তাদের রাস্তায় ঘুমাতে বাধ্য করা হয়েছিল। এমনকি গত সিন্ডিকেট সভায়ও কিছু শিক্ষক সতর্ক করে দিয়েছিলেন যে উপাচার্য পদত্যাগ না করলে পরিস্থিতি আরও খারাপ হবে।”
ভিসি একজন অত্যাচারীর মতো আচরণ করছে বলে বর্ণনা করে শিক্ষার্থীরা। অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি ভিসিকে অপসারণ না করা হয়, স্থগিতাদেশ এবং মিথ্যা মামলা প্রত্যাহার না করা হয়, তাহলে আগামী ‘জুলাই’ তোমাদের বিরুদ্ধে হবে।”