৪০ বছর পর অস্ট্রিয়ার মাটিতে ভারতের প্রধানমন্ত্রী
Prime Minister of India on Austrian soil after 40 years

The Truth Of Bengal : ৪০ বছর পর অস্ট্রিয়া মাটিতে ভারতের প্রধানমন্ত্রী। ১৯৮৩ সালে ইন্দিরা গান্ধী তৎকালীন প্রধানমন্ত্রী থাকাকালীন অস্ট্রিয়া সফরে গিয়েছিলেন। রাশিয়া সফর শেষে অস্ট্রিয়া পৌঁছেছেন নরেন্দ্র মোদি। অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যান ডের বেলের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। দুদিনের রাশিয়া সফর শেষে গত মঙ্গলবার রাতেই ভিয়েনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী সফরে দু দেশের দ্বীপাক্ষিক সম্পর্কের মজবুত হবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদিকে স্বাগত জানাতে বিএনআই এসে পৌঁছান সে দেশের চ্যান্সেলর। তাকে ধন্যবাদ জানিয়ে ছবি পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Thank you, Chancellor @karlnehammer, for the warm welcome. I look forward to our discussions tomorrow as well. Our nations will continue working together to further global good. 🇮🇳 🇦🇹 pic.twitter.com/QHDvxPt5pv
— Narendra Modi (@narendramodi) July 9, 2024
ভিয়েনার পৌঁছুতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য বিশেষ আয়োজন এর ব্যবস্থা করা হয়েছিল অর্কেস্ট্রায় বাজানো হয় বন্দেমাতারাম গানের সুর। প্রধানমন্ত্রীর সঙ্গে বিপাক্ষিক বৈঠক সারবেন অস্ট্রেলিয়ার চ্যান্সেলার কার্ল নেহামার। পাশাপাশি ভারত ও অস্ট্রেলিয়ার শিল্পপতিদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী সফরের আগে সে দেশের চ্যান্সেলর একটি পোস্ট করেন সেখানে লিখেন বিশ্বের সবথেকে বড় গণতান্ত্রিক দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানাচ্ছেন তারা। তাদের তো বিষয়টি অত্যন্ত গর্বের কারণ ৪০ বছর পর ভারতের কোন প্রধানমন্ত্রী প্রথমবার সে দেশের সফরে আসছেন।