দেশ ছাড়তে পারবেন না প্রেসিডেন্ট, দক্ষিণ কোরিয়ায় রাজনৈতিক সঙ্কট চরমে
President cannot leave country, political crisis in South Korea at its peak

Truth Of Bengal: গত মঙ্গলবার আচমকাই দেশজুড়ে সামরিক আইন জারি করার কথা ঘোষণা করেছিলেন দক্ষিণ করিয়ার রাষ্ট্রপতি ইউন সুক-ইওলের। এবার দেশের বিচারমন্ত্রকের নির্দেশ, দেশ ছাড়তে পারবেন না সুক-ইওল। শুধু তাই নয়। তাঁর বিরুদ্ধে শুরু হল পুলিশি তদন্তও।
বিরোধীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে পুলিশ। তাঁদের অভিযোগ, সামরিক আইন ঘোষণার ফলে দেশে বিক্ষোভের ঢেউ আছড়ে পড়েছে। পরিস্থিতি এতটাই গুরুতর যে অশান্তি ঠেকাতে নামানো হয়েছিল সেনা।
উল্লেখ্য, গত মঙ্গলবার ভাষণ দেওয়ার সময় ইউন সুক-ইওল বলেন, দেশজুড়ে সামরিক আইন লাগু করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। জানান, উত্তর করিয়ার কিম জং-এর মদতে ক্ষমতা দখলের ছক কষছে বিরোধীরা। তাঁর ব্যাখ্যা, দেশকে কমিউনিস্ট আগ্রাসন থেকে সুরক্ষা দিতে এবং রাষ্ট্রবিরোধী শক্তি নির্মূল করতে দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করছেন। তাঁর এই বার্তার পরেই দক্ষিণ কোরিয়ার বিভিন্ন প্রান্তে শুরু হয় বিক্ষোভ। শুধু বিরোধীরাই নয়, সে দেশের শাসকদলের একাংশ সামরিক আইনের প্রতিবাদে রাস্তায় নেমেছে।
হাজার হাজার মানুষের জমায়েতে অশান্ত হয়ে ওঠে অ্যাসেম্বলি ভবন চত্বর। শুরু হয় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধ। পরিস্থিতি এতটাই খারাপ দিকে যায় যে বাধ্য হয়েই সামরিক আইন প্রত্যাহার করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট।
তবে, সামরিক আইন প্রত্যাহার করলেও বিপদ কাটছে না ইওলের। এই আবহে এবার তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করল সে দেশের পুলিশ।