দূষণে জেরবার ঢাকা, অস্বাস্থ্যকর বতাস, সতর্কতামূলক বার্তা আইকিউএয়ারের
Pollution wreaks havoc in Dhaka, unhealthy air, IQAir issues warning message

Truth Of Bengal : ক্রমশ বায়ুদূষণের মাত্রা চরম পর্যায়ে পৌঁছচ্ছে রাজধানী ঢাকায়। বিশ্বের ১২৪ টি নগরীর মধ্যে ঢাকা বায়ুদূষণের দিক থকে বেলা ১১টা নাগাদ ছিল দশম স্থানে। ঢাকায় সেইসময় গড় বায়ুমান ছিল ১৫৭। যাকে অস্বাস্থ্যকর বলে গণ্য করা হয়। ঢাকার অবস্থান বায়ুদূষণের দিক থেকে তুলে ধরে আইকিউএয়ার। এই প্রতিষ্ঠীন সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠীন নিয়মিতই বায়ুদূষণের পরিস্থিতি তুলে ধরে।
প্রতিষ্ঠীনটির থেকে সাদারণ মানুষ তথ্য জানতে পারে যে, একটি নির্দিষ্ট শহরের বাতাস ঠিক কতটা দূষিত। এই দূসষণ সম্পর্কিত তথ্য দেওয়ার পর এই প্রতিষ্ঠীনের তরফ থেকে দেয়া হয় সতর্কতামূলক বার্তাও। সোমবার বায়ুদূষণ সব থেকে বেশি থাকে ঢাকার মার্কিন দূতাবাস এলাকাতে। আইকিউএয়ারের গুনমান সূচকে গড় মান ১৮০। তারপরই রয়েছে মিরপুরের ইস্টার্ণ হাউজিং এলাকা ও বেচারাম দেউরি।
ঢাকার মানুষজনকে আইকিউএয়ারের তরফ থেকে দেওয়া বার্তায় বলা হয়েছে, বাড়ি থেকে বাইরে বের হলে মাস্ক পড়া বাধ্যতামূলক। খোলা জায়গায় শরীরচর্চা করায় নিষেধাজ্ঞা। এছাড়াো ঘরের জানালা বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।