আন্তর্জাতিক

পাকিস্তান দিয়ে দিচ্ছিল মৃত্যুদণ্ড! পডকাস্টে রহস্য ফাঁস জুকারবার্গের

Pakistan was giving death penalty! Zuckerberg reveals secret in podcast

Truth Of Bengal: গোটা বিশ্বের প্রায় সবাই তাঁকে চেনে বহুজাতিক সংস্থা ‘মেটা’র সিইও হিসেবে। সেই মার্ক জুকারবার্গই নাকি ধর্মদ্রোহের অভিযোগে পাকিস্তানে প্রায় ‘মৃত্যুদণ্ড’ পেয়ে গিয়েছিলেন। তবে, বিষয়টিকে নিয়ে তেমন গুরুত্ব দেননি তিনি। এ কথা জানিয়েছেন মার্ক স্বয়ং।

আসলে, ফেসবুকের বিরুদ্ধে ধর্ম অবমাননাকর অভিযোগ সংক্রান্ত একটি মামলা চলছে পাকিস্তানে। সেই সূত্রেই, জো রোগান পডকাস্টে কথা বলতে গিয়ে মার্ক ঘটনাটি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। মার্ক জানান, মামলাটিতে ফেসবুকের বিরুদ্ধে এমন সব অভিযোগ আনা হয়েছে, সেগুলি পাকিস্তানে ধর্মদ্রোহ আইনকে লঙ্ঘিত করে। এমনকি পোস্টগুলি পাকিস্তানের ধর্মীয় বিশ্বাসের জন্যও আপত্তিকর।

প্রসঙ্গত, পাকিস্তানের ধর্মদ্রোহ আইনে কেউ দোষী সাব্যস্ত হলে, তাঁকে কঠোর সাজা শোনানো হয়। পাশাপাশি, প্রচুর জরিমানাও দিতে হয় অভিযুক্তকে।

এক্ষেত্রে সংশ্লিষ্ট পডকাস্টে মার্ক জানান, নির্দিষ্ট দেশের স্থানীয় রীতি-রেওয়াজ ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা ও মতপ্রকাশের ভারসাম্য বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ মেটা। মার্কের কথায়, “বিভিন্ন দেশে এমন আইন রয়েছে যেগুলির সাথে আমরা একমত নই। পাকিস্তানে কেউ একজন আমাকে মৃত্যুদন্ড দেওয়ার চেষ্টা করেছিলেন। কারণ, ফেসবুকে কোনও একজন নবি মহম্মদের ছবি পোস্ট করেছিলেন। পাকিস্তান দাবি করেছিল, এটি তাঁদের সংস্কৃতিতে ধর্মদ্রোহ।“

এর পরপরই পাকিস্তানে তাঁর বিরুদ্ধে মামলা শুরু হয়। ফৌজদারি কার্যক্রমও চালু হয় বলে জানান মার্ক। মেটার সিইও আরও জানান, “আমি ঠিক জানিনা সেই মামলা এখন কোথায় দাঁড়িয়ে। কারণ, আমার পাকিস্তানে যাওয়ার কোনও পরিকল্পনা নেই। তাই, এই নিয়ে আমি ততটা আতঙ্কিত নই।”

Related Articles