ভারতকে পরমাণু হামলার হুমকি, পাক রাষ্ট্রদূতের মন্তব্যে শোরগোল
Pakistan ambassador's comments on nuclear threat to India cause uproar

Truth Of Bengal: পহেলগাঁও হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক চরম উত্তেজনার মুখে। এই প্রেক্ষিতে পাকিস্তানের রাশিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত মহম্মদ খালিদ জামিল ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ভারত যদি পাকিস্তানে হামলা চালায়, তাহলে পাকিস্তানও সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করবে, প্রয়োজনে পারমাণু হামলার কথাও উল্লিখিত হয়েছে।
২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের বৈসরন ভ্যালিতে জঙ্গি হামলায় ২৮ জন নিরীহ পর্যটক নিহত হন। এই ঘটনার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়, যার মধ্যে সিন্ধু জলচুক্তি স্থগিত, কূটনৈতিক সম্পর্ক হ্রাস, বাণিজ্য বন্ধ এবং ভিসা পরিষেবা স্থগিত করা অন্তর্ভুক্ত।
পাকিস্তান পাল্টা প্রতিক্রিয়ায় শিমলা চুক্তি স্থগিত করে, ভারতীয় কূটনীতিকদের বহিষ্কার করে এবং আকাশসীমা বন্ধ করে দেয়। এছাড়া, পাকিস্তান দাবি করে যে, তাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যে ভারত ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে হামলা চালাতে পারে। এই পরিস্থিতিতে, পাকিস্তানের রাষ্ট্রদূত খালিদ জামিল বলেন,‘আমরা প্রচলিত এবং পারমাণবিক উভয় শক্তির পূর্ণ ব্যবহার করব যদি আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়ে।’
তিনি জোর দিয়ে বলেন, ‘পাকিস্তানের জনগণের সমর্থিত সশস্ত্র বাহিনী পূর্ণ শক্তির সঙ্গেই জবাব দেবে।’ বলা বাহুল্য, দুই দেশের মধ্যে এই উত্তেজনার আবহে এর আগে পাক মন্ত্রী হানিফ আব্বাসিও প্রকাশ্যে ভারতকে পরমাণু হামলার হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি বলেছিলেন,‘ওরা জল বন্ধ করে দিলে পুরোদস্তুর যুদ্ধ হবে। মিলিটারি সরঞ্জাম, মিসাইল শুধু দেখানোর জন্য আমরা রাখিনি। পরমাণু ক্ষেপণাস্ত্রও প্রস্তুত আছে।
১৩০টা পরমাণু ক্ষেপনাস্ত্র তাক করে রেখেছি। শুধু ভারতের জন্য।’ এবার ফের একবার একই হুমকি দিলেন পাক রাষ্ট্রদূত। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে আন্তর্জাতিক মহল, বিশেষ করে রাষ্ট্রপুঞ্জ, উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। তবে, বর্তমান পরিস্থিতিতে সম্পর্কের উন্নতির কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না।