আন্তর্জাতিক

আফগানিস্তানে বিমান হামলা পাকিস্তানের, নিহত কমপক্ষে ১৫

Pakistan airstrikes in Afghanistan, at least 15 killed

Truth Of Bengal: আফগানিস্তানের পাখতিকা প্রদেশের বারমাল জেলায় পাকিস্তানি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ডিসেম্বর ২৪-এর রাতে এই হামলা চালানো হয়। স্থানীয় সূত্রে জানা যায়, পাকিস্তানি যুদ্ধবিমান সাতটি গ্রামে বোমা বর্ষণ করেছে, যার মধ্যে লামান গ্রামে একটি পরিবারের পাঁচ সদস্য প্রাণ হারিয়েছেন।

মুরগ বাজার নামের আরেকটি গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এই হামলার ফলে এলাকায় মানবিক সংকট আরও তীব্র আকার ধারণ করেছে।

তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার নিন্দা জানিয়ে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, “আমাদের ভূমি ও সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের বৈধ অধিকার।” তাদের দাবি, হামলায় মূলত ওয়াজিরিস্তানি শরণার্থীরা লক্ষ্যবস্তু ছিল।

পাকিস্তানি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে হামলার বিষয়টি নিশ্চিত না করলেও, দেশটির সামরিক সূত্র দাবি করেছে যে এই অভিযান সীমান্ত এলাকায় তালেবান ঘাঁটিগুলো লক্ষ্য করে চালানো হয়েছিল।

এদিকে তালেবান মুখপাত্র এনায়াতুল্লাহ খোয়ারাজমি এক বিবৃতিতে জানিয়েছেন, হামলায় মূলত বেসামরিক নাগরিক, বিশেষ করে ওয়াজিরিস্তানি শরণার্থীরা নিহত হয়েছেন। তিনি আরও বলেন, “এ ঘটনায় বেশ কয়েকজন শিশু ও সাধারণ মানুষ শহীদ এবং আহত হয়েছেন।”

পাকিস্তানি তালেবান (টিটিপি) সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর ওপর হামলা বৃদ্ধি করেছে। পাকিস্তান দাবি করছে, টিটিপি সদস্যরা আফগানিস্তানে আশ্রয় নিয়েছে এবং আফগান তালেবান তাদের সহযোগিতা করছে।

Related Articles