আন্তর্জাতিকদেশ

পাকিস্তানের লাহোরের হনুমান মন্দিরকে কিভাবে পাবলিক টয়লেটে পরিণত করা হয়েছে,দেখুন

Outrage erupts as ancient Hanuman temple in Pakistan's Lahore converted to public toilet

The Truth of Bengal: পাকিস্তানের লাহোরের আনারকলি চত্বরে একটি প্রাচীন হনুমান মন্দির রয়েছে।সেই মন্দিরটির নাম বাসুলি হনুমান মন্দির।যদিও এলাকায় এই মন্দিরটিকে বলা হয় বাঁশি মন্দির।বিংশ শতাব্দীর এই মন্দিরটি বর্ধিষ্ণু হিন্দু পরিবার গড়ে তোলে। একসময় এই মন্দির আধ্যাত্মিক কেন্দ্র হয়ে ওঠে।ধর্মপ্রাণ মানুষ এখানে এসে শ্রদ্ধা জানাতেন।কিন্তু দেশভাগের পর এই মন্দির চরম অবহেলায় ফেলে রাখা হয়। করা হয় অপবিত্র। পরিত্যক্ত জায়গায় অনেকেই গিয়ে টয়লেট করতেও শুরু করেন।

পূর্বতন সরকারের ভোটব্যাঙ্ক পলিটিক্সের ফলঃ জয়শঙ্করের বড় মন্তব্য সাম্প্রতিক সময়ে একটি ভাইরাল ভিডিয়োয় দেখা যায়,এই মন্দিরটিকে পাবলিক টয়লেটে পরিণত করা হয়েছে।ফুটেছে দেখা যাচ্ছে এই মন্দির চত্বরে একসঙ্গে ৬টি টয়লেট রয়েছে।সেখানে মানুষ ধর্মীয় মাহাত্ম্য,পবিত্রতা বা সাংস্কৃতিক ঐতিহ্যে কথা ভুলে মন্দিরটিকে অপবিত্র করছেন।এমনকি যেখানে একসময় গায়ত্রী মন্ত্র শোনা যেত এখন সেই মন্দির অপবিত্রকারীদের দৌরাত্ম্যে সরগরম হয়ে উঠেছে।

এবিষয়ে বিদেশ মন্ত্রী জয়শঙ্কর দাবি করেন,এই বাঁসুলি মন্দির অপবিত্রকরণের জন্য দুনিয়াজুড়ে নিন্দার ঝড় উঠেছে। কিভাবে একসময়ের ধর্মীয় শ্রদ্ধার জায়গাকে বিনষ্ট করা হচ্ছে তা এই ভিডিয়ো স্পষ্ট করছে।এমনকি এটাও বোঝা যাচ্ছে, এই মন্দিরের অপবিত্রকরণ পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের করুণ অবস্থাও। এইসময়ে বৈচিত্র্যের সংস্কৃতিকে রক্ষা করা যে জরুরি তা এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে।

Related Articles