‘অপারেশন ডেভিল হান্ট’, বাংলাদেশের তপ্ত পরিস্থিতিতে আটক ৪০
'Operation Devil Hunt': 40 arrested in tense situation in Bangladesh

Truth of Bengal: ধানমন্ডির পর উত্তেজনা ছড়িয়েছে গাজীপুরে। হিংসার আগুন কিছুতেই কমছে না। তুমুল বিক্ষোভ, হামলা-পাল্টা হামলায় বিরাজ করছে উত্তপ্ত পরিস্থতি। চলেছে গুলিও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার শুরু হয়েছে পুলিশি অভিযান।
বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রক বিবৃতি জারি করে ঘোষণা করেন, এই অভিযানের নাম ‘অপারেশন ডেভিল হান্ট’। অভিযানে নেমেই ৪০ জনকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, “আটক ব্যক্তিরা ফ্যাসিস্ট সরকারের লোকজন।” বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তারাই গ্রেফতার হবে।”
‘বিপ্লবী ছাত্র’দের হামলায় শেখ মুজিবুর রহমানের ধূলিসাৎ হয়েছে ধানমন্ডির ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়ি। কিন্তু এটাই শেষ নয়, বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয়েও হামলা চালানো হয়েছে। হাসিনা বিরোধীদের তাণ্ডব প্রাক্তন রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের বাড়িতেও পৌঁছেছে। নারায়ণগঞ্জে আওয়ামী লীগের জন্মস্থান বায়তুল আমান ভবন ভেঙে ফেলা হয়েছে। প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও সেনাপ্রধান মইন ইউ আহমেদের বাড়িতেও হামলা হয়েছে।
শুক্রবার রাতে গাজীপুরে প্রাক্তন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতেও চালায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। হামলাকারীদের ওপর পাল্টা হামলা চালায় স্থানীয়রা। চলে বেধড়ক মারধর। যার জেরে গুরুতর জখম অবস্থায় হাসপাতলে ভর্তি ১৫ জন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলেই বাংলাদেশ সংবাদ মাধ্যম সূত্রে খবর।