হাসিনা সরকার পতনের মাস পূর্তিতে বৃহস্পতিবার ‘শহীদ মার্চ’ পালন
On the anniversary of the fall of the Hasina government, the 'Martyr March' was observed on Thursday

Truth Of Bengal: দেখতে দেখতে এক মাস! ৫ আগস্ট আন্দোলনের জেরে ছাত্র-জনতা ও সেনাবাহিনীর ক্ষোভের মুখে পড়ে ক্ষমতা হারিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। গত ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সে ঘটনার এক মাস পূর্ণ পেতে চলেছে। এই দিনটিকে স্মৃতিতে গেঁথে রাখার জন্য বৃহস্পতিবার বাংলাদেশে পালন হতে চলেছে ‘শহীদ মার্চ’ কর্মসূচি। বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকে এই কর্মসূচি পালনের ঘোষণা করেছে।
বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম এটি ঘোষণা করে বলেন, ‘আগামীকাল বৃহস্পতিবার ছাত্র-জনতার অভ্যুত্থানের এক মাস পূর্তি উপলক্ষে শহীদি মার্চ করতে চাই। সারা দেশে ইউনিয়ন থেকে মহানগর—সব পর্যায়ে শহীদদের স্মৃতি ধারণ করে, আহত ভাইবোন যারা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, যে ভাইবোনেরা হাত-পা-চোখ হারিয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ কর্মসূচি পালন করা হবে।’
তিনি আরো বলেন যে, বৃহস্পতিবার বিকাল তিনটে নাগাদ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে ওই ‘শহীদ মার্চ’ শুরু করা হবে। তারপর নীলক্ষেত হয়ে নিউমার্কেট, কলাবাগান ও মিরপুর রোড দিয়ে মানিক মিয়া অ্যাভিনিউ, সংসদ ভবনের সামনে দিয়ে গিয়ে ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ এবং শেষে রাজু ভাস্কর্য হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এই কর্মসূচি শেষ করবে তারা।
গত জুলাই মাসের শুরুতে সরকারি চাকরি ক্ষেত্রে কোটা দূর করার জন্য শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছিল। তারপর ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে যায় গোটা বাংলাদেশ। কত শত মানুষ আহত নিহত হয়েছে এই কটা দিনে। তারপর ৫ ই আগস্ট ছাত্র-জনতা ও সেনাবাহিনীর রাগ-ক্ষোভের মুখে পড়ে ক্ষমতা হারিয়ে দেশত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। অবশেষে ১৬ বছর পর হাসিনা সরকারের শাসন নির্মূল করতে সফল হয় ওপার বাংলা।