আন্তর্জাতিক
Trending

OMG: জন্মহার নিয়ন্ত্রণে নতুন মন্ত্রিসভা তৈরীর ঘোষণা দক্ষিণ কোরিয়ার। কারণ জানলে অবাক হবেন

OMG: South Korea announces new cabinet to control birth rate. You will be surprised to know the reason

The Of Bengal Desk: বৃহস্পতিবার এক লাইভ ভাষণ দেওয়ার সময় জন্ম হওয়ার সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য এক নতুন মন্ত্রণালয় স্থাপনের প্রস্তাব জানান দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ইউন সুক ইওল। দেশের কমতে থাকা জন্মহারকে নিয়ন্ত্রণ করার জন্য এই পদক্ষেপ নিয়েছেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি। যেখানে তিনি বলেন “নিম্ন জন্মহার কাউন্টার প্ল্যানিং মন্ত্রণালয় স্থাপনের জন্য সরকারী সংস্থাকে সংশোধন করার জন্য আমি সংসদের সহযোগিতা চাই”।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কোরিয়ায় করা এক সমীক্ষায় উঠে এসেছে “২০২২ থেকে ২০২৩এ জন্ম পরিসংখ্যানের হার কমেছে প্রায় ০.৭২। এবং যদি এই হারে চলতে থাকে তাহলে ২১০০ সালে গিয়ে কুরিয়ার জনসংখ্যা দাঁড়াবে বর্তমানের প্রায় অর্ধেক। দক্ষিণ কোরিয়ার জন্মহার OECD এর মধ্যে সর্বনিম্ন (০.৭২)। আবার জন্ম দেওয়ার গড় বয়স OCED তে সর্বোচ্চ (৩৩.৬)।

প্রতি বছর শিশুদের দেখাশোনা পরিষেবা ও বন্ধ্যাত্ব চিকিৎসার সহায়তার জন্য বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে প্রশাসন, কিন্তু তার পরও কমতে থাকা এমন পরিসংখ্যানে চিন্তিত দেশবাসী।

Related Articles