আন্তর্জাতিক

সাতসকালে ভয়াবহ ভূমিকম্পে দুলে উঠল নিউজিল্যান্ড

New Zealand rocked by massive earthquake at 7am

Truth Of Bengal : সাত সকালে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড। মঙ্গলবার সকালে নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপে অনুভূত হয় কম্পন। এই ভয়াবহ ভূমিকম্পের রিখটার স্কেল অনুযায়ী তীব্রতা ছিল ৬.৭। ভূমিকম্পের পরেই নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপে পৌঁছে গিয়েছে উদ্ধারকারী দল। তবে এখনও পর্যন্ত খবর পাওয়া অনুযায়ী কোন হতাহতের খবর নেই। সেই দেশের কর্তৃপক্ষের তরফে বলা হচ্ছে ভূমিকম্পের কারণে ভূমিকম্পের কারণে সুনামি নেমে আসার সম্ভাবনা আছে। তাই সকলতে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্রের খবর এই ভূমিকম্পের কম্পন অনুভব করেছে প্রায় ৪ হাজার ৭০০ জনেরও বেশি মানুষ। ভূমিকম্পের ফলে সকলে বাড়ি থেকে আতঙ্কে বাইরে পালিয়ে যায়। ভূমিকম্পের জেরে দুলে ওঠে নিউজিল্যান্ডের বহু ভবন। মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ে আতঙ্ক। এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ভূমি থেকে ১০ কিলোমিটার গভীরে। রিভারটনের ১৫৯ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ভুমিকম্পন অনুভূত হয়।

উল্লেখ্য, এর আগেও বহুবার ভূমিকম্প হয়েছে নিউজিল্যান্ডে। ২০১১ সালে হওয়া ভয়াবহ ভূমিকম্পের জেরে নিউজিল্যান্ডে প্রাণ হারিয়েছিল ১৮৫ জন মানুষ। নিউজিল্যান্ড ভুমিকম্প প্রবণ অঞ্চলগুলির মধ্যে একটি। অস্ট্রেলিয়ান এবং প্রশান্ত মহাসাগরীয় প্লেটের মধ্যে অবস্থিত হওয়ায় এখানে প্রায়শই ভূমিকম্প হতে থাকে।

Related Articles