আন্তর্জাতিক

বর্ষবরণে বাজি বিস্ফোরণ, যার জেরে জার্মানিতে মৃত্যু হয়েছে ৫ জনের

New Year's Eve explosion kills 5 in Germany

Truth Of Bengal : সবে মাত্র এসেছে নতুন বছর। নতুন বছরকে বিশ্ব জুড়ে মহা ধুমধামে স্বাগত জানানো হয়েছে। আর স্বাগত জানাতে গিয়েই কোথাও কোথাও ধরা পড়েছে বেপরোয়া। এইরকমই এক বেপরয়ার চিত্র ধরা পড়েছে জারমানিতেও। জার্মানিতে বড়সড় দুর্ঘটনা ঘটেছে। বাজি বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছে ৫ জনের। বিস্ফোরণের জেরে আহতও হয়েছেন আরও অনেকে। আহতদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।

আসলে ইউরোপের এই দেশে ব্যক্তিগতভাবে বাজি ফাটানো নিষেধাজ্ঞা আছে। তবুও সেই নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই দেদার বাজি ফাটানো হয় । বিস্ফোরণের সময় উচ্ছৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় সেখানে। সেই পরিস্থিতি সামাল দিতে গিয়ে এবং বাজি উদ্ধার করতে গিয়ে আহতও হয় পুলিশ কর্মীও। এই ঘটনায় মোট ১৩ জন পুলিশ কর্মী আহতও হয়েছে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৩৩০ জনকে।

নববর্ষ উপলক্ষে জার্মানিতে প্রতি বছর প্রচুর বাজি ফাটানো হয়। আর এই বাজি ফাটানোর গলে বহু মানুষ আহতও হন। এইবারও দেখা গেল সেই চিত্র। এই নিয়ে পরিবেশবিদরা আগেই বায়ুদূষণ ও শব্দদূষণ নিয়ে প্রশ্ন তুলেছিল। তবে এই দেশে আতসবাজিকে পুরোপুরিভাবে নিষিদ্ধ করা নিয়ে অনেকের আপত্তি রয়েছে বলেও মত। সারা রাত ধরে চলে আতসবাজি ফাটানো। মঙ্গলবার রাত থেকে বুধবার রাত পর্যন্ত লাগাতার চলে আতসবাজি ফাটানো। এর পাশাপাশি বেশ কিছু সংখ্যক মানুষ মিলে সৃষ্টি করে উচ্ছৃঙ্খল পরিস্থিতি। আর তাদের মধ্যে ৩৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত জানা যাচ্ছে ৫ জনের মৃত্যু ও ১৩ জন পুলিশ কর্মী আহত হয়েছে। এছাড়াও বহু সাধারণ মানুষ বাজি বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছে।

Related Articles