আন্তর্জাতিক

নিশানা নেতানিয়াহু, বাড়ির বাগানে পড়ল বোমা

Netanyahu targeted, bomb lands in garden of home

Truth Of Bengal: ইজরায়েলের উত্তরাঞ্চলের সিজারিয়া শহরে প্রধানমন্ত্রী বেনঞ্জামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়েছে। দু’টি বোমা বাড়ির বাগানে গিয়ে পড়ে। শনিবার এই ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানায় ইজরায়েলি পুলিশ। বোমা নিক্ষেপের সময় প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তাঁর পরিবারের সদস্যদের কেউ ওই বাড়িতে ছিলেন না। কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলেও পুলিশের বিবৃতিতে জানানো হয়েছে।

বলা হয়েছে, দুটি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়েছিল। এসব বোমা সাধারণত যুদ্ধবিমান (বিশেষত সামরিক গোয়েন্দা বিমান) থেকে ছোড়া হয়। বিস্ফোরণের পর ফ্ল্যাশ বোমা বিপুল পরিমাণে উজ্জ্বল আলো ছড়ায়। রবিবার ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ও নেতানিয়াহুর ঘনিষ্ঠ ইজরায়েল কাৎজ এক্স পোস্টে বলেন, এ ঘটনা সব সীমারেখা (রেড লাইন) অতিক্রম করে গিয়েছে। ইজরায়েলের নিরাপত্তা ও বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত সংস্থাগুলিকে এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আহ্বান জানান তিনি।

এ ঘটনায় নিন্দা জানিয়েছেন ইজরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। এক্স পোস্টে তিনি জানান, এ ঘটনায় তদন্ত করা হচ্ছে। এর আগে গত অক্টোবরে নেতানিয়াহুর সিজারিয়ার বাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছিল। এ সময় ওই বাড়ির শোবার ঘরের জানালা ক্ষতিগ্রস্ত হয়। সেবারও নেতানিয়াহু বা তাঁর পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না। হামলার দায় স্বীকার করেছিল লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লা।

Related Articles