আন্তর্জাতিক

ইসি ভবনের সামনে ব্যারিকেড ভেঙে বিক্ষোভে এনসিপির নেতাকর্মীরা

NCP leaders and workers are protesting by breaking the barricade in front of the EC building

Truth of Bengal: নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি। বিক্ষোভ সমাবেশের মাঝে নেতাকর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন। প্রবেশের মেইন গেটের সামনে থেকে অবস্থান চালায়। এবং স্লোগান দিতে থাকেন।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ হয়। পুলিশ ব্যারিকেড ভেঙে ফেলে। স্লোগানে শোনা যায়, তারা বলেন, এমন স্থানীয় সরকারের দরকার নেই। পাশাপাশি, পুলিশের কোস্টগার্ড, বিজিববি সেনাসদস্যদের সতর্ক রয়েছে। মো. নাহিদ ইসলাম বলেন, নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে। তাই কমিশনের ওপর ভরসা রাখতে পারছি না। ফলে দ্রুত নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পরে সবকিছুকে পরিকল্পিতভাবে জাতীয় নির্বাচনের দিকে নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা জানিয়েছেন-জুনের মধ্যে নির্বাচন হবে। নির্বাচন নিয়ে কোনো দ্বিমত নেই। বর্তমান পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া জরুরি। তারা বলেন,  ইসি পুনর্গঠন করে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। ১৬ বছর ধরে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল নির্বাচন কমিশন।

কোনোও রকম ভাবে সুষ্ঠু নির্বাচন হয়নি। স্বৈরাচারদের ডাকাতিতে যারা সহায়তা করেছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থআ নেওয়া হবে। বিএনপির সরকারকে উদ্দেশ্য করে নাহিদ ইসলাম বলেন, নির্বাচন কমিশন এখন বিএনপির দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে।

নির্বাচন কমিশন বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করেছে।’ দলটির মুখ্য সম্বন্বয় নাসীরুদ্দিন পাটোওয়ারি বলেন, নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে। তাদের সদস্য সচিব, আখতার হোসেন বলেন, নির্বাচন কমিশনের ওপর তাদের আস্থা আছে।

Related Articles