
Truth Of Bengal : এনসিপি-বিএনপি সংঘর্ষে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের রাজনীতি। সোমবার সন্ধ্যায় হাতিয়া উপজেলার জাহাজমারা বাজারে এনসিপির সদস্য আবদুল হান্নান মাসউদের পথসভায় হামলার ঘটনা ঘটে। এতে মাসুদ-সহ অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনার প্রতিবাদে সোমবার রাতে ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এনসিপি নেতারা। এদিকে, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম হামলায় ক্ষোভ প্রকাশ করে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
মঙ্গলবার নিজের ফেসবুকে পোস্ট করে সারজিস আলম বিএনপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তিনি লিখেছেন, “সোমবার আমার সহযোদ্ধা আবদুল হান্নান মাসউদের উপর বিএনপির কিছু নেতাকর্মী হামলা চালিয়েছে। এটার জন্য বিএনপির লজ্জিত হওয়া উচিত।” তিনি আরও বলেন, বিগত ১৬ বছরে বিএনপি স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে লড়াই করেছে, কিন্তু এখন তারা নিজেরাই অন্যায় করছে। তাঁর মতে, রাজনৈতিক দল হিসেবে বিএনপির দায়িত্ব আরও বেশি।
সারজিস আলম হুশিয়ারি দিয়ে বলেন, “এই ১৬ বছরে আওয়ামি লিগ কী কী অন্যায়-অপকর্ম করেছে এবং তাদের পরিণতি কী হয়েছে, সেটাও বিএনপির মনে রাখা উচিত। এখনকার রাজনৈতিক পরিবেশ আগের মতো নেই। যা একসময় ১৫ বছরে হতো, এখন ৫ বছরেই হতে পারে।” তিনি আরও বলেন, “যারা এই হামলা করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার চাই। আমাদের প্রজন্ম সজাগ, রাজনৈতিকভাবে সচেতন এবং সক্রিয়।”
বিশ্লেষকদের মতে, সারজিস আলমের বক্তব্যে স্পষ্ট—এনসিপি এখন বিএনপিকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেখছে। একসময়ের স্বৈরাচারবিরোধী লড়াইয়ে একই মঞ্চে থাকা দল দুটির মধ্যে এখন নতুন দ্বন্দ্ব শুরু হয়েছে। খালেদা জিয়ার দল বিএনপিকে কোনো সুযোগ দিতে নারাজ এনসিপির বৈষম্যবিরোধী ছাত্ররা। এই সংঘর্ষ বাংলাদেশের রাজনীতিতে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।