আন্তর্জাতিক

মায়ানমারে বেড়েই চলেছে মৃতের সংখ্যা, এক সপ্তাহের শোক ঘোষণা

Myanmar declares week of mourning as death toll rises

Truth Of Bengal: সরকারি সূত্র মতে মায়ানমারে মৃত মানুষের সংখ্যা বেড়ে ২ হাজার ৫৬ জনে দাঁড়িয়েছে। আহত মানুষের সংখ্যা ৩ হাজার ৯০০। এখনও নিখোঁজ ২৭০ জন। যদিও সংখ্যাগুলি আরও বেশি বলেই মনে করা হচ্ছে। এমন অবস্থায় দেশটিতে এক সপ্তাহের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। সোমবার জান্তা সরকারের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। জাতীয় শোকের অংশ হিসাবে দেশটিতে ৬ এপ্রিল পর্যন্ত জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

গত শুক্রবার মায়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই কম্পন থাইল্যান্ড-সহ প্রতিবেশী আরও সাতটি দেশে অনুভূত হয়েছে। এর মধ্যে থাইল্যান্ডেও বহুতল ভবন ধসে পড়ার পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটেছে। ভূমিকম্পে মায়ানমারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় রয়েছে। শহরটিকে ১৭ লক্ষ লোকের বসবাস।

ভূমিকম্পে সেখানে এমন বিপর্যয় নেমে এসেছে যে সেখানে উদ্ধার তৎপরতা ও জরুরি সহায়তার কার্যক্রম থুবড়ে পড়েছে। পাশাপাশি জানা গিয়েছে, মান্দালয়ের বাসিন্দারা শুক্রবার থেকে টানা দিনরাত সড়কে খোলা আকাশের নিচে অবস্থান করছেন। এদিকে, বিবিসির প্রতিবেদনে বলা হয়, সাহায্যকারী সংস্থাগুলি বলছে, গৃহযুদ্ধে নাকাল মায়ানমারের অবস্থা ভূমিকম্পের ঘটনায় আরও খারাপের দিকে যাচ্ছে। সেখানে রাস্তাঘাটে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে, হাসপাতালগুলি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

এমন পরিস্থিতিতে মায়ানমারের জন্য জরুরি ভিত্তিতে ৮০ লক্ষ মার্কিন ডলারের তহবিল সহায়তা চেয়ে আবেদন জানিয়েছে রাষ্ট্রসংঘ। মায়ানমারে ভূমিকম্পের প্রায় ৬০ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। রোববার সাগাইং অঞ্চলে ধসে পড়া একটি স্কুল ভবন থেকে তাঁদের উদ্ধার করা হয় বলে জানিয়েছে দেশটির ফায়ার সার্ভিস।

Related Articles