আন্তর্জাতিক

মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ আব্দুল রহমান মাক্কির মৃত্যু

Mumbai attack mastermind Hafiz Abdul Rahman Makki dies

Truth Of Bengal: মুম্বই হামলার মাস্টারমাইন্ড, লস্কর-ই-তাইবার ডেপুটি চিফ হাফিজ আব্দুল রহমান মাক্কির মৃত্যু। হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার মৃত্যু হয় তার। বেশকিছুদিন ধরেই অসুস্থ ছিল মক্কি। লাহৌরের হাসপাতালে চিকিৎসাধীন ছিল সে।

২০১৯-এর মে সালে মক্কিকে গ্রেফতার করেছিল পাকিস্তান সরকার। তারপর লাহৌরে গৃহবন্দি রাখা হয় তাকে। ২০২০-তে জঙ্গি কার্যকলাপে অর্থ জোগানোর বিভিন্ন মামলায় হাফিজ আব্দুল রহমান মাক্কিকে যাবজ্জীবন কারাজণ্ডর সাজা শানায় পাকিস্তানের আদালত। ২০২৩-এর জানুয়ারিতে মক্কিকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করে ইউনাইটেড ন্যাশনস সিকিউরিটি কাউন্সিল।

২৬/১১-র ঘটনায় অর্থ জুগিয়েছিল এই মক্কি। ১৬৬ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছিল সেই সন্ত্রাস হামলায়। তাছাড়াও ৯ জন জঙ্গির মৃত্যু হয়েছিল। মুম্বই হামলা ছাড়াও রেড ফোর্ট অ্যাটাকের জন্যও ভারতের নিরাপত্তা সংস্থাগুলির নজরে ছিল মক্কি। ২০০০ সালের ডিসেম্বরে লাল কেল্লায় ঢুকে এলোপাথারি গুলি চালাতে ছাকে ছজন জঙ্গি।

উল্লেখ্য, ২০১৮ সালে সাংবাদিক সুজাত বুখারিকে খুন করেছিল লস্কর-ই-তাইবার জঙ্গিরা। শুক্রবার সকালে হ্য়ার্ট অ্যাটাক মৃত্যু হয় মক্কির।

Related Articles