পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চলেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়
Ministry of Textiles and Jute is going to take necessary steps to use eco-friendly bags

Truth of Bengal: পরিবেশ বান্ধব সমাজ হওয়ার আহ্বান! পাটের ব্যাগ ব্যবহারের ডাক ওপার বাংলায়। ৮ সেপ্টেম্বর রবিবার বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল অ্যান্ড পাওয়ারলুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদল ওপার বাংলার সচিবালয়ের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন, সেই সাক্ষাতেই পরিবেশ বান্ধব ব্যাবস্থাপনার কথা বলেন উপদেষ্টা।
নৌপরিবহন মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন বলেন, পাট থেকে তৈরি পরিবেশবান্ধব সোনালি ব্যাগ বহুল ব্যবহারের জন্য কার্যকর করতে হবে। এছাড়া তিনি জানান, এই ক্ষেত্রে অন্যান্য মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। বাংলাদেশের টেক্সটাইল খাতের উন্নয়নের জন্য উল্লেখ্য সকল দিকের কথা ভেবে কাজ করার বিষয়ে আশ্বাস দেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রালয়ের সহযোগিতা চেয়েছেন বস্ত্র ও পাট উপদেষ্টা।
এই সাক্ষাৎকারের সময় সেখানে হাজির ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোয়াব্দুর রউফ ও এই মন্ত্রালয়ের অতিরিক্ত সচিব সুব্রত শিকদার। বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল অ্যান্ড পাওয়ারলুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোজাহাংগীর কবীর ও আব্দুস সালাম ভূঁইয়া।