মেক্সিকোর পার্টিতে জঙ্গি গোষ্ঠীর হামলা, মৃত্যু ১২ জনের
Militant group attacks party in Mexico, 12 dead

The Truth Of Bengal : সামনেই বড় দিন ও নতুন বছর এর আগে মেক্সিকো প্রদেশের নানা প্রান্তে মেক্সিকানরা হলিডে পার্টিতে মোজে ওঠে। আর এই রকমই একটি পার্টি চলা কালীন গুলি করে হামলা চালায় জঙ্গি গোষ্ঠী। গুলির আঘাতে মাটিতে লুটিয়ে পরে ১২ জন । পার্টি চলছিল মেক্সিকো প্রদেশের গুয়ানাজুয়াতোতে। সালভালটিয়েরা শহরের পোসাদা নামে একটি ঐতিহ্যবাহী মেক্সিকান পার্টিতে হামলা চালায় ওই হামলাকারী দল।
ইতিমধ্যেই মেক্সিকান কতৃপক্ষ এই হামলার কথা নিশ্চিত করে জানিয়েছে। সন্ত্রাসবাদীরা ভোরবেলা হামলা চলায় বলে জানা গেছে। গুয়ানাজুয়াতো প্রদেশের অ্যাটর্নি জেনারেল অফিস এক্স হ্যান্ডেলে জানিয়েছেন সন্ত্রাসবাদীদের হামলায় পার্টিতে সামিল হওয়া ১২ জন মারা গেছে। তবে মৃত দের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।
উল্লেখ্য মেক্সিকোর গুয়ানাজুয়াতো প্রদেশটি বরাবরই তেল বিশুদ্ধিকরণ শিল্পের জন্য বিখ্যাত। সম্প্রতি মেক্সিকোর মাদক পাচার কারীদের দ্বন্দ্বে মেক্সিকো হিংসাত্মক প্রবণ প্রদেশে পরিণত হয়েছে। ২০০৬ সালে মেক্সিকোয় শুরু হয়েছিল মাদক বিরোধী অভিযান কিন্তু তার পরেও এখনও পর্যন্ত সাড়ে ৩ লক্ষ মানুষ হামলার কারণে হত্যাকাণ্ডর ঘটনা ঘটেছে।
FREE ACCESS