‘মাস্টারমাইন্ড’ ইউনুস, বাংলাদেশ হিংসা নিয়ে বিস্ফোরক দাবি হাসিনার
'Mastermind' Yunus, Hasina's explosive claim on Bangladesh violence

Truth Of Bengal: সবটাই প্রিপ্ল্যান। প্রথমে ছাত্র সংঘর্ষ তারপর একে একে মন্দির ভাঙ্গন। তবে এবার একেবারেই ঘর ছাড়া করতে চলেছে হিন্দু জাতিকে। বাংলাদেশকে অশান্ত করে তুলতে ইউনুসেরই হাত আছে। নৃশংস গণহত্যার জন্য একমাত্র ইউনুসই দায়ী।এক ভার্চুয়াল বার্তায় এমনই বিস্ফোরক অভিযোগ করলেন শেখ হাসিনা। ইউনুসের মদতেই বাংলাদেশে বেছে বেছে সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে, মন্দির, গির্জা ও ধর্মীয় সংগঠন ইসকনের উপর হামলা চলছে।
সম্প্রতি আমেরিকার নিউইয়র্কে আওয়ামি লিগের এক অনুষ্ঠানে ভার্চুয়াল বার্তা দেন শেখ হাসিনা। সেখানেই তিনি বলেন, “আজ আমার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তোলা হচ্ছে। কিন্তু সত্যটা হল ছাত্রনেতাদের সঙ্গে ষড়যন্ত্র করে গণহত্যায় লিপ্ত হয়েছেন মহম্মদ ইউনুস। এমনকি তারেক রহমান (বিএনপি নেত্রী খালেদা জিয়ার পুত্র) লন্ডন থেকে জানিয়েছেন এভাবে গণহত্যা চালিয়ে গেলে এই সরকার বেশিদিন টিকবে না।
বাংলাদেশে ‘কোটা’ বিরোধী আন্দোলনকে ঘিরে ছাত্রদের অশান্ত পরিবেশ গরে তোলার জেরে গত ৫ আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন শেখ হাসিনা। এরপর শেখ হাসিনার দেশ ছাড়ার পর বাংলাদেশের শাসনভার হাতে নেন মহম্মদ ইউনুস। তাঁর নেতৃত্বে গড়ে ওঠে অন্তর্বর্তীকালীন সরকার। এরপর থেকেই সেখানে শুরু হয় উত্তাল পরিস্থিতি। অসংখ্য মন্দির ভেঙে ফেলে মৌলবাদীরা। এই পরিস্থিতিকে সামাল দিতে কোনোরকম পদক্ষেপ নেয়নি ইউনুস সরকার।
এরপর ইউনুস সরকারের কাছে নিরাপত্তার দাবি জানিয়ে শান্তিপূর্ণ আন্দোলনে নামে সেখানকার সংখ্যালঘু হিন্দুরা। ইসকনের হিন্দু সন্ন্যাসী চিন্ময় প্রভু হয়ে ওঠেন এই আন্দোলনের প্রধান মুখ। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ তুলে গ্রেপ্তার করে ইউনুস সরকারের প্রশাসন। আদালতে জামিন বাতিল হয় তাঁর। বর্তমানে এই ইস্যুতে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ।