আন্তর্জাতিক

তিব্বতে ভয়াবহ ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে ৫৩

Massive earthquake in Tibet, more than 30 dead

Truth Of Bengal: মঙ্গলবার সকালে এক ঘণ্টার মধ্যে একাধিকবার ভূমিকম্পে কেঁপে উঠেছে তিব্বত। রিখটার স্কেলে প্রথম কম্পনের মাত্রা ৭.১। এই ঘটনায় নিহত হয়েছেন ৫০ অধিক মানুষ, যা আগে ছিল। হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও বাড়তে পারে বলে অনুমান।

এর আগে ওদেশের সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছিল, তিব্বতে ৩০ অধিক মানুষ প্রাণ হারিয়েছেন।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পে তিব্বত অঞ্চলে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। চিনা এক সংবাদ সংস্থা ৩২ জনের মৃত্যু নিশ্চিত করেছে, সঙ্গে জানিয়েছে আহত হয়েছেন আরও ৩৮ জন। চীনা সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রের কাছে বেশ কয়েকটি ভবনও ধসে পড়েছে। এবার আরও বাড়ছে মৃতের সংখ্যা।

বিহারের রাজধানী পাটনা সহ দিল্লি-এনসিআর এবং উত্তর ভারতের বিভিন্ন অংশে এবং রাজ্যের উত্তরাঞ্চলের একাধিক স্থানে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। আসাম সহ পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব রাজ্যগুলিতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। নেপালের রাজধানী কাঠমান্ডুতে, শক্তিশালী কম্পনের পরে বাসিন্দারা তাদের বাড়ি ছেড়ে পালিয়েছে বলে জানা গেছে।
কাঠমান্ডুর বাসিন্দা মীরা অধিকারী নামের একজন সংবাদ সংস্থা এএনআইকে বলেন, “আমি ঘুমাচ্ছিলাম। বিছানা কাঁপছিল, আমি ভেবেছিলাম আমার বাচ্চা বিছানাটি নাড়াচ্ছে। আমি এতটা মনোযোগ দিইনি, কিন্তু জানালার কাঁপুনি দেখে বুঝতে পারি এটি একটি ভূমিকম্প ছিল। আমি তখন তাড়াতাড়ি আমার সন্তানকে ডাকলাম। এবং বাড়িটি খালি করে খোলা মাঠে গিয়েছিলাম।”

Related Articles