বিদেশেও আরজি কর কাণ্ডের গণ-প্রতিবাদ, নর্থ ক্যারোলিনায় গর্জে উঠল ছাত্রসমাজ
Mass protest of RG tax scandal abroad, student society roared in North Carolina

Truth Of Bengal: আরজি কর মেডিক্যাল কলেজও হাসপাতালে তরুণী চিকিৎসককে নির্যাতন ও খুনের ঘটনায় প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে বিদেশেও। বিদেশের মাটিতেও বঙ্গ তনয়ার খুন–নির্যাতনের দাবি জোরালো হচ্ছে। যার আঁচ লাগে মার্কিন মুলুকের নর্থ ক্যারোলিনায়।
বিদেশেও আরজি কর কাণ্ডের গণ-প্রতিবাদ, নর্থ ক্যারোলিনায় গর্জে উঠল ছাত্রসমাজ#NorthCarolina #RGKarHospital #RGKarProtest #India #truthofbengal pic.twitter.com/M6EPtFohUC
— TOB DIGITAL (@DigitalTob) August 24, 2024
দেখা যায় ২১ অগাস্ট ও ২২ অগাস্ট গণ প্রতিবাদে মুখরিত হয় নর্থ ক্যারোলিনার স্টেট ইউনিভার্সিটি ক্যাম্পাস। সেখানে প্ল্যাকার্ড হাতে মিছিল করে ‘জাস্টিস ফর আরজি কর’ স্লোগানে বিক্ষোভ দেখান শতাধিক পড়ুয়া। নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটি চত্বর কার্যত মিনি কলকাতার চেহারা নেয়।
জানা গেছে, এই আন্দোলনের নেতৃত্ব দেন, বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে পাস করা দুই গবেষক। গবেষক পড়ুয়া তুহিন মজুমদার ও সলিল কোনার প্রতিবাদের রূপরেখা তৈরি করেন। দু’জনেই বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে স্ট্যাটিসটিকসে এমএমসি পাশ করে এখন নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটিতে গবেষণা করছেন।
আন্দোলনকারী পড়ুয়ারা বলছেন, ১০০-র বেশি ছাত্র-ছাত্রী এই বিচার চেয়ে মুখর হন। মূলতঃ সোশ্যাল মিডিয়ায় আরজি করের ঘটনা জানার পরই চিকিত্সক খুনও নির্যাতনের প্রতিবাদ করার সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন। সেইজন্য প্রতিবাদের মঞ্চ হিসেবে বেছে নেওয়া হয় ইউনিভার্সিটির মাঠ। তাঁরা বুঝিয়ে দেন, বাংলার সঙ্গে নাড়ির যোগ রয়েছে, সাগরপারে থাকা পড়ুয়াদের।
তরতাজা তরুণী চিকিৎসকের অকাল মৃত্যুর ঘটনায় তাঁরা যে মর্মাহত, তাঁরাও যে বিচার চান, তা স্লোগান ও প্ল্যাকার্ডের মাধ্যমে তুলে ধরেন আন্দোলনকারীরা। বিশ্বজোড়া আন্দোলনের ঢেউ আছড়ে পড়ায় পড়ুয়ারা চাইছেন, সবকিছু ছাড়িয়ে সিবিআই যেন অপরাধীদের ফাঁসি কাঠে ঝোলায়। আর যেন এই ধরণের ঘটনা না ঘটে আগামীদিনে।